কানাডার সংবাদ ধর্ম-কর্ম ফিচার্ড

মন্ট্রিয়লে  শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের  জন্ম তিথি উৎসব পালিত

মন্ট্রিয়লে  শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের  জন্ম তিথি উৎসব পালিত

প্রতি বছরের মত এবারও গতকাল১৬ই জুলাই  সনাতন ধর্ম টেম্পলে বেদান্ত সোসাইটি মন্ট্রিয়ল  আয়োজন করেছেন  শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের  জন্ম তিথি উৎসব।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট প্রবক্তা সংগীত শিল্পী, সুরকার  রামকৃষ্ণ মিশন এবং বেলুর মঠের সহ সাধারন সম্পাদক স্বামী বলভদ্রানন্দ মহারাজ এবং বেদান্ত সোসাইটির সভাপতি স্বামী কৃপাময়ানন্দ মহারাজ। পরম পূজনীয় দুই মহারাজাকে ভক্ত বৃন্দ পুস্প চন্দন প্রদীপের আলো শংখধ্বনি উলুধ্বনি দিয়ে বরন করে নেন।সকাল ১১টায় স্বামী কৃপাময়ানন্দ মহারাজের  বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পূজা পাঠ উৎসবের সূচনা হয়। পূজা চলাকালীন সময়ে কথামৃত পাঠ করেন বুদ্ধ দেহ গুহ,রামকৃষ্ণ দর্শন পাঠ করেন অভিজিৎ ভট্টচার্য।  সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রী  রীতিশ চক্রবর্তী এবং শ্রী শ্যামল দত্ত।ধন্যবাদ বক্তব্য রাখেন শ্রী শক্তিব্রত হালদার মানু।সংগীত পরিবেশনায় ছিলেন টরোন্ট থেকে আগত শ্রীমতি  দীবা ভট্টাচার্য মন্ট্রিয়লের স্হানীয় শিল্পী, নিরোজ বড়ুয়া , নিলক দত্ত , নন্দিতা রায় ,বিশ্বজিৎ দে বাবলু, দেবপ্রিয়া কর রুমা ,তবলা সংগত করেন সন্জীব দেব এবং নির্মলেন্দু কর মানিক ।নৃত্য পরিবেশন করে নিউইয়র্ক থেকে আগত অরিত্রা দাস রেহা । পরম পূজনীয় দুই মহারাজ ঠাকুরের জীবন দর্শন নিয়ে আলোকপাত করেন । পরম পূজনীয় মহারাজা মহোদয়দের মহামূল্যবান বক্তব্য ভক্তদের অনুপ্রানিত করেছে ।পূজা পাঠ শেষে  পিন্টু ঘোষের তত্বাবধানে ভক্তদের মাঝে সুস্বাদু প্রসাদ বিতরন করা হয়।অনুষ্ঠান সন্চালনায় ছিলেন শ্রীমতি শর্মিলা ধর এবং মিলি ধর ।সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা করেন শ্রী নবেন্দ্র দাস নব।

সংবাদ সংযোগ # দীপক ধর অপু



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন