দু-একজন জানতে চায়
আমার আর কি ইচ্ছে করে
বলি, খুব বেশি হলে দশ বছর তো আছি
এই দিনগুলি ঘুরে বেড়াতেই মন চায়
পৃথিবীর যে জায়গাগুলো স্বপ্নেই ভেবেছি ।
–আর কোনো ইচ্ছে নেই ?
বলি,আর চার,পাঁচটি বই যদি হয়
একটি মনের মতো ফিল্ম ।
তবু তারা বলে,আর কোনো …
বলি,শেষের দিন যেন বিনা কষ্টে যাই
মেয়ে,বউ ,আপনজন ভাল থাকুক
দেশের গরীব মানুষগুলোর ভাল হোক
মানুষের কোলাহল থেকে মুক্তি চাই
খুব ভাল হয়,প্রকৃতির কোলে ঢলে পড়ি ।
— এসব কবে থেকে মনে হয়েছে ?
যখন বুঝেছি,সময় ডাকছে ।
ওরা চলে যায় কথা শুনে
শুনি,এরকম একদিন আমাদের হবে ।
—–
দুটি প্রশ্ন
কিছুদিন ধরে নিজেকে দুটি প্রশ্ন করেছি
আমি কবিতা কেন যে লিখি
না লিখলে আমার কি মৃত্যু হতে পারে !
ওসব ভেবে তো লিখি না
মনে মধ্যে ভিড় করে এলোমেলো যত
এক অভ্যাসের তাড়নায় শব্দ খুঁড়ি
না লিখে আমার মৃত্যু হবে না জেনেও
সেই থাকা তো জীবন্মৃত করেই রাখা ।
কবিতা লিখে কোনোদিন কিছু চাইনি
পুরস্কার ,তিরস্কার কিছুই ভাবিনি
শোক,আঘাতের পর বাঁচতে চেয়েছি
একটি মাত্র অবলম্বন ।
হাত
রাতে জানলার গায়ে নিমগাছে পূর্ণিমার আলো
হাত দিয়ে পাতাদের বলি
এবার ঘুমাও।
একটি ঘুঘু ভয় পেয়ে অন্য ডালে
নিজের হাতদুটি দেখি
কত কাজ করেছে এজীবন
ভাল করে দেখার সময় পাইনি ।
একজন অন্যজনকে আদর করে
এতো আপন তবু একদিন
হাতদুটি পুড়ে যাবে নদী ঘাটে
কে যেন কাঁদে…