জানা অজানা

বিলেতে কমলগঞ্জের শতজন

শাহীন খান : ব্রিটেনের বাংলা কমিউনিটির জনপ্রিয় এক মিডিয়া ব্যক্তিত্ব

শাহীন খান : ব্রিটেনের বাংলা কমিউনিটির জনপ্রিয় এক মিডিয়া ব্যক্তিত্ব

বিলেতে কমলগঞ্জের শতজন  ।।

প্রচার কার্যে নিয়োজিত থেকে নিজেকে প্রচারের আড়ালে রাখে এমন মানুষ সংখ্যায় খুবই কম তবে আছে। সমাজের সুখ দুঃখ কষ্ট হাসি-কান্নার পাশাপাশি সমাজ সম্পৃক্ত মানুষদেরকে জন সম্মুখে তুলে ধরার মাধ্যমে এরা আনন্দ পান কিন্তু নিজেদেরকে গুটিয়ে রাখেন আমাদের এই পর্যায়ের আলোচ্য আলাউর রহমান খান শাহীন হচ্ছেন ঠিক তদ্রুপ একজন মানুষ।
শাহীন খান দেশেও ইলেক্টনিক মিডিয়ার সাথে জড়িত ছিলেন বিদেশেও জড়িত আছেন। বিলেতের বাঙালী কমিউনিটির মধ্যে অতি জনপ্রিয় মিডিয়া কর্মীদের মধ্যে তিনিও একজন।
শাহীন খানের জন্ম মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন পতন ঊষারের দক্ষিণ পলকী গ্রামে এক ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।
জন্ম গ্রামে হলেও শাহীন খানের শৈশব ও কৈশোর কেটেছে বাবার কর্মস্থল সৌন্দর্য্যের লীলাভূমি খ্যাত সিলেটের রাণী জাফলং এলাকায়।
শাহীন খানের পিতা আকমল খান চাকুরীজীবি হওয়ায় গ্রামে তথা নিজ এলাকায় অবস্থান করা তাঁদের পক্ষে সম্ভবপর হয়ে উঠেনি।
জনাব খানের দাদা গুলজার খান ছিলেন শুধু পতন ঊষার এলাকারই নন সমগ্র কমলগঞ্জ থানার একজন সর্বজন পরিচিত রাজনীতিবিদ।
পাকিস্তান শাসনামলে কমলগঞ্জে আওয়ামীলীগ প্রতিষ্ঠিত হলে গুলজার খান পতনঊষার ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতির দাযিত্ব পালন করেন। গুলজার খানের ছেলে আজমল আলী খান ও ইয়াহিয়া খান ১৯৭১ সালের মে মাসে শমসের নগরে পাক বাহিনী কর্তৃক নৃশংস ঘটনার সময় ধৃত হন। অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন ভোগ করলেও অলৌকিক ভাবে বেঁচে যান।
একজন বরেণ্য রাজনীতিবিদ ,আমাদের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের এক অকোতভয় সংগঠক হিসাবে কমলগঞ্জ থানার মানুষ এখনও গুলজার খানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে।
গুলজার খান সাহেবের পুত্র কন্যা সকলেই উচ্চ শিক্ষিত ও স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
জনাব শাহীন খান সিলেটের মদন মোহন কলেজে ডিগ্রীতে অধ্যয়ন কালীন সময় সিলেট বেতারের বহি:প্রচার বিভাগে প্রয়াত শামছুল করিম চৌধুরী কয়েছ প্রযোজিত আজকের সিলেট’ ও চলন্তিকা’ অনুষ্ঠানদ্বয়ের মাধ্যমে মিডিয়ায় পদার্পন করেন। সাংবাদিক এম এ রহিমের সাথে ‘মনিটর মিডিয়াতেও তিনি কাজ করেন।
পরবর্তীতে জনাব খান সিলেটের মিরাবাজারস্থ কম্পিউটার পয়েন্টে বাংলাদেশের প্রথম ভোটার আই ডি প্রজেক্ট ও চা বাগানেও বেশ কিছু দিন চাকুরী করে ইংল্যান্ডে পাড়ি জমান।
বিলেতের বাংলা মিডিয়াতে বিজ্ঞাপনের মাধ্যমে যাত্রা শুরু করলেও তাঁর সফলতা ও জনপ্রিয়তা নিয়ে আসে উপস্থাপনা।
এক সময় জনপ্রিয় বাংলা চ্যানেল ইকরা টিভিতে তিনি উপস্থাপনা করতেন।
একপর্যায়ে অন লাইন টিভি এল বি ২৪ এ পরিচালনা পর্ষদে যোগ দিয়ে উপস্থাপনার পাশাপাশি নিউজ রিপোর্টিং এর কাজও করে যাচ্ছেন।
এল বি ২৪ এর জনপ্রিয় ‘জীবন যেমন ‘অনুষ্ঠানে তিনি বাংলাদেশের অসংখ্য রাজনীতিবিদ ও খ্যাতিমান ব্যক্তিবর্গের সাক্ষাৎকার নিয়েছেন।
সাবলীল বাচন ভঙ্গি ও উপস্থাপনায় শ্রুতি মধুর বাক্য চয়ন তাঁকে ইলেক্ট্রনিক মিডিয়ায় এক ব্যাপক পরিচিতি প্রদান করেছে।
বিলেতের সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের মেম্বার হিসাবে তিনি সাংবাদিকদের সমস্যা ও সামাজিক দায়বদ্ধতা নিয়েও কাজ করছেন।
চ্যারেটি কার্যেও ইতিমধ্যে তিনি ব্যাপক সফলতা দেখিয়েছেন।লন্ডনে তাঁর উদ্যোগে বেশ কয়েকটি সফল চ্যারেটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কলেজ জীবনেও তিনি ইন্টারেক্ট ক্লাব অব সিলেট সুরমা ও রোটারী ক্লাব অব সিলেট সিটির মাধ্যমে নিজেকে সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত রাখেন।
ব্যক্তি জীবনে জনাব শাহীন বিবাহিত এবং তিন সন্তানের জনক।
সাউথ ইষ্ট লন্ডনে পরিবার পরিজনসহ স্থায়ীভাবে তিনি বসবাস করছেন।

-সৈয়দ মাসুম, কবি, লেখক ও গবেষক । যুক্তরাজ্য

 

আরও পড়ুনঃ ওই মহামানব আসে…

আরও পড়ুনঃ মুজিববর্ষে আমাদের প্রত্যাশা

আরও পড়ুনঃ জগতে জ্যোতির্ময় জাতির জনক

আরও পড়ুনঃ ইরানে বিমান বিধ্বস্তে জাস্টিন ট্রুডোর সমবেদনা

আরও পড়ুনঃ ভবঘুরে মজনুর বিকৃত জীবন

আরও পড়ুনঃ যুদ্ধ এক দুঃখ

আরও পড়ুনঃ মুজিববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে জাস্টিন ট্রুডো

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com 

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + eight =