ব্রিটেনে করোনাক্রান্ত রোগীদের প্রচণ্ড চাপ, দিশেহারা হাসপাতালগুলো
ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। লন্ডনে ইনটেভি কেয়ারের শীর্ষ একজন চিকিৎসক অধ্যাপক হিউ মন্টোগোমারি এ পরিস্থিতির জন্য যারা লকডাউনে বিধিনিষেধ ভেঙেছে, মাস্ক পড়েনি তাদেরই দায়ী করেছেন।
বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়ে, অধ্যাপক হিউ মন্টোগোমারি বলেন, ‘যারা লকডাউন, বিধি-নিষেধ ভাঙছেন, মাস্ক ব্যবহার করছেন না, তাদের হাতে রক্ত রয়েছে। অর্থাৎ তাদের জন্য অসংখ্য মানুষ মৃত্যুর দিকে যাত্রা করছে।’
এদিকে, লন্ডনের একটি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ রায় জানান, তার চাকরি জীবনে হাসপাতালে রোগীর এমন চাপ আগে কখনো দেখেননি।
তিনি আরও জানান, তার হাসপাতালে অতিরিক্ত শতাধিক বেড সংযোজন করেও রোগীর চাপ সামাল দেওয়া যাচ্ছে না।
বিশ্বজিৎ রায় বলেন, ‘আমার হাসপাতালে বেড অনুযায়ী রোগী নেওয়া হয়। কিন্তু বেড সব পূর্ণ হয়ে এখন অন্য জায়গা যেমন ওয়েটিং এরিয়া, করিডোর সব রোগীর জন্য ম্যানেজ করা হয়েছে। আমাদের সিদ্ধান্ত নিতেই হিমশিম খেতে হচ্ছে যে কাকে রেখে কাকে চিকিৎসা দিবো।’
ব্রিটেনে এখন করোনাভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ চলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু দ্বিতীয় ওয়েভে এসে কী পরিস্থিতি আরও খারাপ হয়েছে? এমন প্রশ্নের জবাবে বিশ্বজিৎ রায় বলেন, ‘অবস্থা ভয়াবহ। এ অবস্থা বাড়তে থাকবে। মনে হচ্ছে, সেকেন্ড ওয়েভের পিক পয়েন্টে আমরা এখনো যাইনি।’
কিন্তু দেশটিতে হাসপাতালের বেড, আইসিও সব তো নির্দিষ্ট পরিমাণ। তাহলে বেশি সংখ্যক মানুষকে কীভাবে চিকিৎসা সেবা দেওয়া যাবে? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে যে, এর পরে কী করতে হবে। বিভিন্ন হাসপাতালে কমিউনিকেশন ডেভেলপ করা, যেন এক হাসপাতালে জায়গা না থাকলে অন্য হাসপাতালে পাঠানো যায় কি না তা নিয়ে আলোচনা হচ্ছে।
বিশ্বজিৎ রায় জানান, স্বাস্থ্য কর্তৃপক্ষ চেষ্টা করছে কিন্তু এ ধরনের ভয়াবহ অবস্থা হবে এটা কারও কল্পনাতেও আসেনি বলে মনে করেন তিনি। আর এমন পরিস্থিতির জন্য নতুন ধরনের করোনাভাইরাসকেই দায়ী করেন তিনি।
প্রসঙ্গত, দেশটিতে নতুন করে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনটি ৭০ গুন বেশি দ্রুত ছড়াতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানারী। নতুন করে করোনাক্রান্তদের বেশির ভাগই নতুন এই ধরনটিতে আক্রান্ত বলে জানা গেছে।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন