ফিচার্ড বিনোদন

মঞ্চস্থ হতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিলের “নৈঃশব্দ্যে ’৭১” British Council’s “Noishobde Ekattor” is going to be Staged

মঞ্চস্থ হতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিলের “নৈঃশব্দ্যে ’৭১” British Council’s “Noishobde Ekattor” is going to be Staged

মঞ্চ নাটকের মাধ্যমে তুলে ধরা হবে বাংলাদেশের অভ্যুদয়ের গল্প

[ঢাকা, ০ মার্চ, ২০২৩] স্বাধীনতার মাসে আগামী ৯ ও ১০ মার্চ ঢাকা শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে মঞ্চস্থ হতে যাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক “নৈঃশব্দ্যে ’৭১”। বাংলাদেশের আটটি বিভাগীয় শহরের ১৫ জন প্রতিবন্ধী শিল্পীর অংশগ্রহণে হতে যাওয়া এ নাটকের মঞ্চায়ন করছে ব্রিটিশ কাউন্সিল এবং ঢাকা থিয়েটার।

নৈঃশব্দ্যে ’৭১ একটা সংলাপবিহীন নাটক, যেখানে অভিনয়ের বিভিন্ন রকম পদ্ধতি অনুসরণের মাধ্যমে এই শিল্পীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প উপস্থাপন করবেন। যুদ্ধের পূর্বের সময়, কীভাবে যুদ্ধ শুরু হলো এবং যুদ্ধের পরিণতির গল্প তুলে ধরার মাধ্যমে এ নাটকে বাংলাদেশের জন্ম ইতিহাস মঞ্চায়িত হবে। নাটকটির টিকেট সংগ্রহ করা যাবে ব্রিটিশ কাউন্সিল এবং ঢাকা থিয়েটারের ফেসবুক পেইজ থেকে।

নাটকটি নির্দেশনায় আছেন গ্লাসগো-ভিত্তিক খ্যাতিমান মঞ্চ নাটক নির্মাতা রমেশ মেয়্যাপ্পান। বাক ও শ্রবণপ্রতিবন্ধী এই নাট্যনির্মাতা একইসাথে ভিজ্যুয়াল ও ফিজিক্যাল থিয়েটার স্টাইল সামঞ্জস্য করার মাধ্যমে ব্যতিক্রমী পারফরমেন্স উপস্থাপন করে চলেছেন।

নাট্টনির্দেশক রমেশ মেয়্যাপ্পান বলেন, “আমাকে যখন ইশারা ভাষায় বাংলাদেশের নামের তাৎপর্য ব্যাখ্যা করা হয়, তখন আমি এই দেশের ইতিহাসের পেছনের আবেগ বুঝতে সক্ষম হয়েছি। কষ্ট ও বেদনার অসাধারণ অভিব্যক্তির মাধ্যমে এই ইতিহাস তুলে ধরতে এই দুঃসাহসী দলটি যে আগ্রহ দেখিয়েছে তা সত্যিই অতুলনীয়। এই মানুষগুলোর মনের কথা সবার সামনে প্রকাশের সুযোগ তৈরির মাধ্যমে সর্বস্তরের মানুষের কথা শোনা ও বোঝার প্রচেষ্টাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের নাটকটি দেখতে সকলকে আমন্ত্রণ জানাই।”

নৈঃশব্দ্যে ’৭১ ব্রিটিশ কাউন্সিলের ডেয়ার (ডিজঅ্যাবিলিটি আর্টস রিডিফাইনিং এমপাওয়ারমেন্ট) প্রকল্পের একটি আয়োজন। ঢাকা থিয়েটারের সাথে অংশীদারিত্বে ২০১৯ সালে ডেয়ার চালু হয়। এরপর থেকে এটি দেশের আটটি বিভাগীয় শহরে চার ধরণের প্রতিবন্ধী শিল্পী এবং থিয়েটার শিল্পীদের সাথে কাজ করছে। ডেয়ার প্রকল্পের লক্ষ্য দেশের ডিজঅ্যাবিলিটি এবং শিল্পকলা খাতের মধ্যে সেতু বন্ধন এবং আস্থার জায়গা তৈরি করা। এই প্রকল্পের অধীনে ডিজঅ্যাবিলিটি থিয়েটার নিয়ে কীভাবে কাজ করা যায় এবং সে সম্পর্কে আরও ভালো ধারণা পেতে প্রতিবন্ধী শিল্পীরাএবং স্থানীয় নাট্য সংগঠনের শিল্পীরা একসাথে কাজ করছে।

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭০তম বর্ষপূর্তি এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে এই নাটকটি নির্মিত হয়। ইতোপূর্বে ২০২১ ও ২০২২ সালে নাটকটির দুটো পরীক্ষামূলক আয়োজন অনুষ্ঠিত হয়েছিলো।

 

British Council’s “Noishobde Ekattor” is going to be Staged on 9 and 10 March

Portraying stories that led to the birth of Bangladesh through theatre art

[Dhaka, 8 March, 2023] In the month of liberation, the disability-inclusive theatre play “Noishobde Ekattor (’71 in Silence)” is set to be premiered on 9 and 10 March at National Theatre, Bangladesh Shilpakala Academy. Produced by the British Council in partnership with Dhaka Theatre, the performance features 15 artists with disabilities from eight divisional cities of Bangladesh and focuses on the country’s Liberation War through different acting methods.

‘Noishobde Ekattor’ is a silent theatre piece that portrays the story of the birth of Bangladesh – how it was before, how the war started and the consequences of the war; a journey which is narrated using physical storytelling techniques on stage. The links for the tickets of the shows can be found at the Facebook pages of British Council Bangladesh and Dhaka Theatre.

The theatre piece is directed by Ramesh Meyyappan, a Glasgow-based theatre maker who develops performances using an eclectic mix of visual and physical theatre styles.

“When I was explained the significance of the sign name of Bangladesh, I realised the true passion behind the nation’s history. The eagerness this bold ensemble has shown in portraying this history through eloquent expression of pain and suffering is truly unmatched. I would like to ask the audience to come and see the show to give this group of people an opportunity to use their voices – taking us a step closer to ensuring that all voices are heard and seen”, said Ramesh.

Noishobde Ekattor has been produced as a part of celebrating The British Council’s 70th anniversary in Bangladesh and also Bangladesh’s 50th year of independence. This play is a part of the DARE (Disability Arts Redefining Empowerment) project led by the British Council in partnership with Dhaka Theatre. DARE was launched in 2019 in partnership with Dhaka Theatre. Since then, it has been working in eight divisional cities in Bangladesh where both artists with disabilities and artists from local theatre organisations are participating together in order to get a better idea about how to work on disability theatre to create a sustainable platform on disability arts.

 




সংবাদটি শেয়ার করুন