কানাডার সংবাদ

মন্ট্রিয়ল প্রবাসী মোঃ আবদুর রহিম আর নেই


বিশিষ্ট   আলোকচিত্র শিল্পী, সমাজকর্মী ও ব্যবসায়ি, বাংলাদেশ সোসিও কালচারাল ফোরামের (BSCF) প্রাক্তন সভাপতি রায়হান মালিকের  পিতা, মন্ট্রিয়ল প্রবাসী মোঃ আবদুর রহিম আর নেই। চলে গেছেন না ফেরার দেশে।  গতকাল ৩০শে জুন ভোর ৫টায়, ৮৮ বছর বয়সে বাধর্ক্য জনিত কারনে (রয়েল ভিক্টোরিয়া হাসপাতালে) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ মেয়ে ও ১ছেলে এবং নাতি -নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওনার গ্রামের বাড়ি লংখা কুলাউড়া,সিলেট।

মোঃ আবদুর রহিম জীবদ্দশায় তিনি ৩২বছর বাংলাদেশ মুক্তিযাদ্ধা কল্যাণ ট্রাষ্ট ও সর্বশেষ মিমি চকলেট কোম্পানীতে ম্যানেজার হিসেবে অতীব সম্মানের সাথে দায়িত্ব পালনরত অবস্হায় তার কর্মজীবন সু-সম্পন্ন করেছেন। সৎ, নির্ভীক, সজ্জন, পরহেজগার ও সমাজ হিতৈষী এই মানুষটির মহা প্রয়ানে মন্ট্রিয়লের বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগতভাবে তাঁর মৃত্যুতে বিনম্র শ্রদ্ধা  গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন কমিউনিটি নেতা জয়দত্ত বড়ুয়া, সিলেট জেলা সমিতির পক্ষ থেকে মো. আব্দুল হাই ও আব্দুর সবুর, বাংলাদেশ সোসিও কালচারাল ফোরামের (BSCF)-এর সভাপতি সোহেল মিয়া এবং কানাডা-বাংলাদেশ নিউজ এজেন্সি সিবিএনএ২৪ডটকম এবং দেশদিগন্ত মিডিয়ার পক্ষ থেকে সদেরা সুজন। সকলেই মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

 

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন
সংবাদটি শেয়ার করুন