মহাপৃথিবী |||| পুলক বড়ুয়া
তোমাকে নিয়ে ভাবব না
তোমাকে নিয়ে লিখব না
বিদায়, প্রিয় পৃথিবী, বিদায়
জানি না কেন এসেছিলাম
জানি না কেন চলে যাব
জানি না কেন চলে যাচ্ছি
জানি না কেন চলে যেতে হবে
জানি না কেন চলে যেতে হয়
বৈরী বিশ্বে
কেন এসেছিলাম, তোমাকে ভালোবাসেছিলাম
প্রতি অঙ্গে রেখেছিলাম, প্রতি অঙ্গ আমার
ঝড়ে ও জলে, কুয়াশায়, সুনামিতে
কত ধাওয়া-পাল্টা ধাওয়া
কত বাধা-বিঘ্ন, ভয়কে আমি তাড়িয়েছি
শ্মশান, বিরান মরুভূমি, শীতার্ত আবহাওয়ায় যুঝেছি
লড়েছি বিরূপ প্রকৃতির বিরুদ্ধে
হিংসা-দ্বেষ, হানাহানিতে রক্তাক্ত আমি
দুর্ভিক্ষ, মহামারীতে রিক্ত-নিঃস্ব
তোমার বিপুল সম্পদ, বিত্ত-বৈভব—
কিছুই আমাকে রেহাই দেয়নি
ভোগে ও বিলাসে
কুঁড়েঘর থেকে অট্টালিকায়
পাতাল থেকে বহুতল ছাড়িয়ে উর্ধ্বে
আমি ছিলাম, আমি উড়েছিলাম—মিছেই ঘুরেছি
আজ আমি স্মৃতি, প্রত্ন-স্মৃতি, পরিত্যক্ত—অতীত
আগামীর হাতছানিতে, অন্য আগামীতে
আমি, অপর পৃথিবীতে
দুনিয়া এতই নিষ্ঠুর, বিশ্বাসঘাতক,
ভুলে যেতে কতক্ষন
কিছুই মনে রাখে না, কিছুই মনে থাকে না তার
রম্য, তামাশা, বিস্মৃতিপ্রবণ
হঠকারিতায় ঠাসা
এখানে মানুষ মানুষ না
এখানে জানোয়ার জানোয়ার না
ঈশ্বর ঈশ্বর না
শয়তান শয়তান না
বদমাশ বদমাইশ না
চোর চোর না
ডাকাত ডাকাইত না
প্রেমিক প্রেমিক না
সাধু সাধু নয়
অসাধু অসাধু নয়
যে যার মতোন, যার যার মতোন, অন্য কিছু
( সব ভন্ড, প্রতারক, ঠগ-জোচ্চর, খল, ধূর্ত, চালাক )
কিছুই আমার নয়
পারলে, কেড়ে নিতে চায়
আমি এই দুনিয়াকে ঘেন্না করি
আমি এই পৃথিবীকে ঘৃণা করি
আমার আর এক দন্ড এখানে থাকার ইচ্ছা নেই
শুধু জেগে আছি, এর শেষ দেখতে চাই
কোথায় গড়ায় কোথাকার পানি
কত চাল কত ধানে
—এখানেই সব শেষ নয়
একথা সপ্রমাণ করার জন্য
কেউ গুম হয়ে যাক
কেউ খুন হয়ে যাক
ক্রসফায়ারে যাক
মহাকাল মহাবিশ্ব মহাকাশ মহাশূন্য কৃষ্ণগহ্বর সাক্ষী
শুধু একজন বহুরূপী সাক্ষী—সুমহান আলেমুল গায়েব
আমি কোথা থেকে এলাম
কোথায় আছি
কোথায় যাচ্ছি
অথবা যাব
শুধু তুমিই কিছুই জানবে না
তোমার বুকে মুখ লুকালেও
সেখানেও জানবে না, আমি আছি
আমাকে পাবে না
থাকব না কোথাও
আমি তোমার কাছে যাব না
কোনো বিবরে মাথা রাখব না
কারো বুকের কবরে ঘুমাবো না
আমার অপ্রিয় মহাপৃথিবী তুমি
আমার অপাঙ্ক্তেয় পৃথিবী তুমি
আমার অসহ্য দুনিয়া তুমি
তুমি আমার একলা ঠিকানা
তুমি আমার একাকী ভুল।
বিদায় !
বন্ধু !!
আ-ল-বি-দা !!!