ফিচার্ড সাহিত্য ও কবিতা

মনিরুজ্জামান প্রমউখ-এর একগুচ্ছ কবিতা

মনিরুজ্জামান প্রমউখ-এর একগুচ্ছ কবিতা
১. চিটচিটা 
————–
এনেছি ডুবন্ত ফসল- ঘরে ৷
যা- প্রতিনিয়ত বন্যা’র জলে- ভাসে ৷
বন্ধ্যত্ব-কালীন খড়ুস পেরিয়ে-
পলি’র নির্ভরতায় কাটে, মন সবার ৷
ঝরে পরে- চিটচিটা ৷৷
———-


২. বিঘ্নতায় যা- হয় 
————————-
বুটে’র শব্দে মেঝে-তে কম্পন ভারী ৷
প্রচণ্ডতায় রয়েছে, তীব্র- বিষ ছড়াবার
অজুত-রাশি ব্যাঘ্রতা ৷
উপযোগ ব্যতীত আশা’র জল-রাশি
বিঘ্নতায় যা- হয় !
———–


৩. ঝাট 
—————
খোয়াবার ভয়- কার না থাকে ?
শতো-কমলা বান ধরা- থাকে ৷
বেহুদা তৃষ্ণায়- ভাস্কর্যও
রঙদে বাসন্তী জল হয়ে পরে ৷
আশ্রয়ে সমর্পিত না করলেও
প্রশ্রয়ে’র কাট ৷৷
———-


৪. প্রশমন 
—————-
সারা-বছরে’র কোনো- চেরাগ নেই ৷
কাছে এলে, চার্জ-লাইটে’র আলো জ্বলে ৷
বিপরীতে পাহাড় মাঙ্গে ৷
ব্যর্থতায় উত্তেজনা- প্রশমিত করে,
অনর্গল মুখ চালিয়ে ৷৷
———-


৫. এ-পাশ ও-পাশ
—————————-
শীত-টায় বিরাম পেলে,
উম-টায় ব্যারাম ঘটে ৷
রাত্রী’র পিঠে সেল বিধে-
দিবসে’র তর্জমায় ৷
এ-পাশ ও-পাশ ঘেটে,
কবিতায়- মুখ জমা ৷৷
———-


৬. বসে থাকা
—————–
ছিন্ন-মূল হয়ে পরা’র মতো’ই অবস্থা ৷
কেবল- চেয়ে থাকা, আর-
ভাবুকে’র পাঠ-চক্রে, খারাপ ছাত্র হয়ে- বসে থাকা ৷
দিতে যে- পারি-নি পূর্বে- দায়, অনা-দায়ে’র হিসেব পাকা ৷৷

———–



৭. বন্দনা’র হত্যা 
———————
কাঁচা ভেবে- করেছিলে, কুচিকুচি ৷
আজ তাতে’ই তুমি- লুটপুট ৷
মিলেছে, বন্ধনা’র হত্যা ৷৷
————


৮. সন্তাপ 
—————
আমি উত্তরে’র বাতাসে, গা- নোয়াই-না ৷
দক্ষিণে’র পবনে, মন- ভরে-না ৷
নিম নিম ঘুম চোখে- পৃথিবী’র মুখ বদলাই ৷
যখন- রূপালী গাঙর পিছু নেয় ৷
সয়ে সয়ে- সয়ে নেই, সন্তাপ ৷
জানি, ক্ষয়ে’র মালা-বদল আর- হবে-না ৷৷
————–


৯. অষ্ট-পাথরিক 
————————
আধিপত্যে’র বীজ বুনে দেয়- পোখরা মাশুক ৷
নয়নে নয়ন- তারে সয়-না ৷
রাত-জাগা পাখী-রা তার- দোসর ৷
ঘুম-পাড়ানী’র গল্প- এ-ভূমে অষ্ট-পাথরিক স্বপ্ন ৷৷
————–


১০. নয়ন-তারা’র দল 
——————————
গুল-রাজ বসন্ত আমার ছন্দ-পতন-ভৌমিক ৷
কলি আর- কালে’র পার্থক্য বুঝে-না, নয়ন-তারা’র দল ৷
পদ্ম-রাজ হয়ে নৃত্য করে বেড়ানো- শোভন-কাঁটা-দ্বীপ ৷৷
————–


১১. বুক ফাড়া 
———————
রিক্ত-ভুক্ত যাপনে’র অধিক, কে চায়- সুকুমার গমন ?
পাল-শিরা’র শৈশবিক তারে দেয়- আলিঙ্গন ৷
বুক ফাড়া- সময় নিকেতন ৷৷
————–


১২. ভাসে 
——————–
কান্দা বেয়ে উঠছে, বুকে’র সমান- পুরু মন ৷
এক পলকে বিছড়ে যায়- গোপন ঘরে’র যতন ৷
রহস্যালোকে মন-মন্দির জলে’র ওপর- ভাসে ৷৷
—————


১৩. একাসর 
———————
হাঁটতে হাঁটতে বদলে যেতে হয় ৷
এক-নাগারে হয়-না, পুলিৎজার ৷
নকল ভাবনায়- মাকাল ফল ৷
উতরে গেলে’ই প্রশংসা, বাদ, বি-বাদ একাসর ৷৷
————–


১৪. কেনো বলো ?
—————————
আমাদের সংস্কৃতি আঁকো ৷
মুক্ত-বাজার হতেও থাকো-না, দূরে ৷
প্রভাব তোমায়- ছাড়বে-না, জানো ৷
তবে- কেনো বলো- যায় যায় ?
অশ্লীলতা’র সংজ্ঞা জানো ??

—————-



সংবাদটি শেয়ার করুন