মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এক বীর মুক্তিযোদ্ধার কৃতজ্ঞতা
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েন বীর মুক্তিযোদ্ধা দেবেশ চন্দ্র সান্যাল।
সাম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তির মর্মানুসারে সকল বীর মুক্তিযোদ্ধা ৭৫,০০০/- (পচাত্তর হাজার টাকা) পর্যন্ত চিকিৎসা ও অন্যান্য সেবা পাবেন।
বিশেষ পরিস্তিতিতে চিকিৎসা সেবা ও অপারেশনসহ অন্যান্য সেবাদির জন্য মন্ত্রনালয়ের অনুমোদন সাপেক্ষে ২ লক্ষ টাকা পর্যন্ত সেবা পাবেন।
মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বারডেম হাসপাতালে চুক্তির পর শাহজাদপুর উপজেলার রতন কান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা এবং একাত্তরে স্বাধীনতা মুক্তিযুদ্ধের এক লড়াকু সূর্য সন্তান দেবেশ চন্দ্র সান্যাল গত ১১ ফেব্রুয়ারী২০২৩ তারিখে বারডেম ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। উনি ওই হাসপাতালের ১৩ তম তলার কেবিন নং ১৩৯৯ তে বর্তমানে অবস্থান করছেন।
তিনি বলেছেন “জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা” ও তাদের পরিবারকে যত ভালোবাসেন পৃথিবীর মধ্যে অন্য কেহই তত ভালোবাসেন না এবং অতীতের কোন সরকারই মুক্তিযোদ্ধাদের প্রতি এত সম্মান দেখাননি।