যাত্রী মাস্ক খুলে ফেলায় মাঝ পথ থেকে ফিরে এল বিমান
বিধিনিষেধ অমান্য করে এক যাত্রী মাস্ক খুলে ফেলায় মাঝ আকাশ থেকে একটি বিমান ফিরে এল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ওই নারী (৪০) যাত্রী যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী বিমানে উঠেছিলেন। যাত্রা পথে বিমান যখন মাঝ আকাশে, তখন মাস্ক খুলে ফেলেন তিনি।
বিমানের কর্মীরা তাকে মাস্ক পরার জন্য বারবার বোঝাচ্ছিলেন। এ নিয়ে চলে বাগ্বিতণ্ডাও। কিন্তু ওই যাত্রী মাস্ক পরবেন না। ফলে বিমান ঘুরিয়ে আবার আমেরিকায় ফেরত নেন পাইলট।
বিবিসি জানিয়েছে, উড্ডয়নের পর প্রায় দেড় ঘণ্টা আটলান্টিকের ওপর দিয়ে চলেছিল বিমানটি। এয়ারলাইনের মুখপাত্র লরা মাসভিদাল জানান, একজন যাত্রী মাস্ক পরার নিয়ম অমান্য করায় বিমানটিকে মিয়ামিতে ফিরে আসতে হয়েছে।
ওই যাত্রীর সামনের আসনে বসেছিলেন স্টিফ ফ্রিম্যান নামের এক ব্যক্তি। তিনি জানান, বিমানে বসেই প্রচুর মদ খাচ্ছিলেন এবং বিমানের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন।
তিনি আরও জানান, ওই নারীকে একাধিক মাস্ক দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা পরতে নারাজ ছিলেন। এদিকে, বিবিসি জানিয়েছে, এই ঘটনায় ওই নারীকে কালো তালিকাভুক্ত করেছে আমেরিকান এয়ারলাইনস।
এসএস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান