প্রবাসের সংবাদ ফিচার্ড

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে লন্ডনে বিক্ষোভ সমাবেশ

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে লন্ডনে বিক্ষোভ সমাবেশ

ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে কথিত ‘ক্যাঙ্গারো কোর্টের রায়’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচারণার প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে লন্ডনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় লন্ডনের ২৮ কুইন্স গেইটস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে এই সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে নেতা–কর্মীরা প্রচণ্ড শীত উপেক্ষা করে উপস্থিত হন।

সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ জালাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীসহ প্রবাসী আওয়ামী লীগের বহু নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, ড. ইউনূসকে রক্ষার উদ্দেশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ‘ফাঁসির রায়’ দেখিয়ে ভয় দেখানোর অপতৎপরতা কোনভাবেই সফল হবে না। তারা বলেন, “শেখ হাসিনাই বাংলার মাটিতে ড. ইউনূসের বিচার করবেন।” বক্তারা আরও ঘোষণা দেন, “ড. ইউনূসের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

সমাবেশ শেষে বিভিন্ন স্লোগান, ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা ঐক্য ও প্রতিবাদের প্রতীকী অবস্থান গ্রহণ করেন।

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন