যুক্তরাষ্ট্রের তুষারঝড়ে ৮ স্টেটের জনজীবন লণ্ডভণ্ড
হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রার মধ্যে ঘণ্টায় ৫০ মাইলেরও অধিক বেগে তুষারপাতে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, ম্যারিল্যান্ড, রোড আইল্যান্ড, ভার্জিনিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস স্টেটের ৮ কোটি মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন।
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিয়ো সিটিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ কাউকে গাড়ি নিয়ে রাস্তায় না নামার পরামর্শ দিয়েছেন। তুষারে লণ্ডভণ্ড হয়ে পড়া স্টেটগুলোর অধিকাংশ এলাকায় করোনা টিকা প্রদানের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
জাতীয় আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৮টায় এ সংবাদ লেখার সময়ে নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড স্টেটে তিন থেকে ছয় ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। আজ সন্ধ্যা নাগাদ ২৪ ইঞ্চি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া দফতর।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন