বিশ্ব

ছয় বছর বয়সেই গিনেস বুকে নাম লেখালো যে

ছয় বছর বয়সেই গিনেস বুকে
আরহাম ওম তালসানিয়া

ছয় বছর বয়সেই গিনেস বুকে

আরহাম ওম তালসানিয়া। বয়স মাত্র ৬ বছর। দ্বিতীয় শ্রেণির ছাত্র। ভারতের গুজরাটের আহমেদাবাদে তার বাড়ি। পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কম্পিউটার প্রোগ্রাম তৈরি করে বিস্ময় সৃষ্টি করেছে এই শিশু। এ কারণে খুদে এই শিক্ষার্থীর নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগামার এখন সে। ভবিষ্যতে ব্যবসায়ী উদ্যোক্তা হতে চায় আরহাম ওম তালসানিয়া। টাইমস অব ইন্ডিয়া জানায়, আরহাম ওম তালসানিয়া ভারতের পিয়ারসন ভিইউই টেস্ট সেন্টারে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় অংশ নেয়। এ পরীক্ষায় পাস করার পরই বিশ্বের সবচেয়ে খুদে কম্পিউটার প্রোগামার হিসেবে নাম ওঠে আরহামের। এত অল্প বয়সে কীভাবে প্রোগ্রামিং শিখল খুদে আরহাম। বার্তা সংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে সে নিজেই জানিয়েছে, কীভাবে এমন অসাধ্য সাধন করেছে সে। আরহাম এএনআইকে জানায়, ‘আমার বাবা আমাকে কোডিং শিখিয়েছেন। দুই বছর বয়সেই আমি ট্যাবলেট ব্যবহার করতে পারতাম। তিন বছর বয়সে আমার আইওএস এবং উইন্ডোজ গ্যাজেট ছিল। পরে জানতে পারি, আমার বাবা পাইথন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন।’

বাবার কাছ থেকেই পাইথন ল্যাঙ্গুয়েজ শিখে নেয় আরহাম। এরপর নিজেই ছোট ছোট গেম বানানো শুরু করে সে। পরে নিজের কাজ বিভিন্ন সংস্থার কাছে পাঠায় আরহাম। কয়েক মাস পরই পাইথনের পক্ষ থেকে আরহামের ওই কাজকে স্বীকৃতি দেওয়া হয়। এর পরই রেকর্ড বুকে নাম উঠল তার। ছেলের এই সাফল্যে খুশি বাবা ওম তালসানিয়াও। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই গ্যাজেটের প্রতি ওর বিশেষ আকর্ষণ ছিল। ট্যাবলেটে গেম খেলত। আমি ওকে প্রাথমিক কিছু কোডিং শিখিয়েছিলাম। তার সাহায্যে নিজেই গেম বানিয়ে খেলত আরহাম।’ আরহাম বলে, ‘আমি একজন ব্যবসায়ী উদ্যোক্তা হতে চাই। সবাইকে সহায়তা করতে চাই। কোডিংয়ের জন্য অ্যাপস, গেমস তৈরি করতে চাই। আমি অভাবীদের সাহায্য করতে চাই।’

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন