পোড়ামাটি প্রেম -পুলক বড়ুয়া ১. ঝঞ্ঝার মতো আমি বুনো উদ্দাম ঝড় হয়ে উঠ তুমি কী সুন্দরী কাঠ সুন্দরবনের মতো আমাকে ঠেকিয়ে দাও ঐ ম্যানগ্রোভ ফরেস্টের মতো আমাকে আহত কর সুনামির মতো প্রবল উচ্ছ্বাসে তুমি ছুটে আসো, আছড়ে পড়ো আমার অবিরল সত্তার সৈকতে আমি একদা ডুবে যাই একবার ভেসে উঠি পুনর্বার প্রস্তুতি নিই তোমার মুখোমুখি হই […]
পোনামাছ ধরা |||| বিশ্বজিৎ মানিক গায়ের খালে, ছোট্ট ছেলে – ধরছে মাছের পোনা জালটি ছিল, বাঁশের ফ্রেমে – তিনটি ছিল কোনা। দুই কোনা তার, ডুবিয়ে রাখে – জলের গভীর নিচে একটি কোনায়, ধরে ছেলে – টানছে তুলে পাছে। জলের স্রোতে, কই এর পোনা – আসছে যখন ভেসে হঠাৎ করেই আকাশ থেকে – বৃষ্টি নেমে […]
পিপাসা |||| পুলক বড়ুয়া কস্মিনকালেও তুমি বন্দুকের গুলি নও আওড়ালে আর ফিরবে না না—মুখের বুলি নও মুখ ফসকে বেরিয়ে গেলে আর ফিরবে না বন্দুকের নল থেকে কার্তুজ, সুকন্ঠ থেকে কথা যেখান থেকেই বেরিয়ে যাক না একবার ছুট দিলে একবার ছাড়া পেলে একবার মুক্ত হলে যদি খাঁচার পাখির মতো উড়ে যায় যদি নদীর স্রোতের মতো ধেয়ে […]