সাহিত্য ও কবিতা

রাষ্ট্রপ্রধান কী মেনে নেবেন  -পুলক বড়ুয়া

রাষ্ট্রপ্রধান কী মেনে নেবে
পুলক বড়ুয়া

প্রিয়তমা, হারিয়ে যেও না
দীর্ঘদিন আমরা বিচ্ছিন্ন
           তোমাকে লিখি না
           তুমিয়ো লিখ না

আমরা অনেক দূরে
তাই লেখাজোকা ছাড়া আলাপ হয় না
কখনও আমরা মুখোমুখি হওয়ার ইচ্ছায়ো
                     প্রকাশ করিনি
আমরা কী আরও নিবিড় নৈকট্য অনুভব করতাম
               নাকি এত কাছাকাছি আছি
এমনভাবে মিশে আছি, দূরত্ব কিছু নয়
               একি পূর্বরাগ ?
রাগ-অনুরাগের অলিখিত স্বরচিত স্বরলিপি
আমরা কী এক জায়গায় থাকলে নির্জন হতাম না
একা হতাম না
                       দূর মানে কী দূরত্ব ?
পথ ডাকে রথ ডাকে
পথ থাকে রথ থাকে
                      পথিকের প্রতীক্ষায়
                      আহ্বান হারিয়ে যায়

কে থাকে, বিরহ
             কে জাগে, অভিমান ?
এই যে রাতদিন ছেদ, অসহ নয়
এটা কী ধরনের যতিপাত
এই যতিচিহ্ন কী প্রকার ?
                       অমীমাংসিত, অসমাপ্ত ?
এটা কী অনুচ্ছেদ, পরিচ্ছেদ ?

মাঝেমধ্যে ইচ্ছে করে কাটাকুটি করি
              তাকে ব্যবচ্ছেদ করি
              একটা ময়নাতদন্ত হোক
কে অপরাধী, কে নিরপরাধী—নাকি
মিছেমিছি এ পাতানো খেলা
নাকি শেষমেষ সবকিছু ধামাচাপা—
               ক্যানো তবে এই খোঁড়াখুঁড়ি
কে কাকে কী দন্ড দেব

রাষ্ট্রপ্রধান কী ক্ষমা করে দেবেন
         নাকি মেনে নেবেন ?


সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন