লিবিয়ার প্রান্তরে
-বিশ্বজিৎ মানিক
ভাগ্য বদল করতে মানুষ – নিত্য যুদ্ধ করে
কেহ কেহ সফল হয় – আবার কেউবা মরে।
জীবন যুদ্ধে ব্রতী মানুষ – হয়ে দিশেহারা
কেউবা তাতে জয়ী হয় – কেউ পড়ে যায় মারা।
মানুষের জীবন যুদ্ধ – চলছে প্রতিদিন
ভাগ্যে কারো সুদিন আসে – কারো আসে দুর্দিন।
অন্ন বস্ত্রের সংস্থান মানুষ – হন্যে হয়ে খোঁজে
কেউবা দেয় অট্টহাসি – কেউবা চোখ বুজে।
গড়তে জীবন কেউবা আবার – বিদেশ যেতে চায়
বৈধ পথে যাবার সুযোগ – অনেক জনেই পায়।
কেউবা আবার বাঁকা পথে – বিদেশ দিতে পাড়ি
নষ্ট তারা, করছে তাদের – নিজের জমি বাড়ি।
ঝুঁকি নিয়ে কিছু মানুষ – রাখছে জীবন বাজি
মরলে ভাবে হচ্ছে শহীদ – বাঁচলে হবে গাজী।
জীবন যুদ্ধের এই সংগ্রামে – হচ্ছে না আর থামা
কিনতে হবে চাল,ডাল আর – পরিধেয় জামা।
অভাব আছে যাদের ঘরে – করতে হবে দূর
প্রয়োজন হলে পাড়ি দেবে – পাহাড় সমুদ্দুর।
দালাল চক্রের খপ্পরে কেউ – সর্ব সান্ত হয়
হয়ে আবার যায় কাদেরও – জীবন বিপর্যয়।
ভাগ্য বদল করতে যদি – নিজের ছেলে মরে
মা বাবাদের কান্না তখন – থামবে কেমন করে?
আমার দেশের আটত্রিশ ছেলে – ইতালি যাবার নেশায়
পাচারকারীর মাধ্যমে – পৌঁছে লিবিয়ায়।
লিবিয়াতে অনেক দিন – গৃহযুদ্ধ চলে
পাচারকারী রাখে তাদের – অতি সুকৌশলে।
এদের মাঝেই আছে কিছু – জঙ্গি চাঁদাবাজ
মুক্তিপণ আদায় করাই – হলো তাদের কাজ।
টাকা দিতে ব্যর্থ হলে – অত্যাচার করে
অত্যাচারের তীব্র জ্বালায় – কেহ কেহ মরে।
ছাব্বিশ জনকে গুলি করে – হত্যা করে তারা
অপহরণ করে তাদের – লিবিয়াতে যারা।
ভাগ্য বদল করতে এরা – বিদেশে দেয় পাড়ি
লিবিয়ার প্রান্তরে আজ – লাশের শুধু সারি।
বাংলাদেশী ছিল ওরা – আমাদেরই লোক
অকালে ঝড়েই গেল – তাদের জীবন সুখ।
০৭/০৬/২০২০ খ্রিস্টাব্দ।