ফিচার্ড সাহিত্য ও কবিতা

শীতল চট্টোপাধ্যায়-এর দু’টি ক বি তা

ডিজাইনঃ সদেরা সুজন

শীতল চট্টোপাধ্যায়-এর দু’টি ক বি তা


বিশল্যকরণীর তরল স্রোতে


কথা ছিলনা, তবু –
কথা রাখা হলনা রক্তের সাথে ৷
রক্তের সাথে মিশিয়ে দিলুম
আজ এক জীবনদায়ী তরলের তীব্রতাকে ,
শিরার লাল রক্তঘরে প্রবেশ ঘটল যার ৷
শরীরের রক্তও সে তার নিজের মতো
পেলনা থাকতে ৷
সময় এবং সময়ের অসুস্থতায়
অনিবার্য ভাবে রোগগ্রস্থ মানব জীবন ৷
নিজের বাঁচাকে যখন আর
নিশ্চিতভাবে কথা দিতে পারিনা –
স্বাভাবিক নিয়মের বাঁচাটায় বাঁচিয়ে রাখব
যতদিন বাঁচার কথা ৷
হঠাৎ-হঠাৎ কথার খেলাপ জীবনের সাথে ,
আমি যখন আমার জীবনেরই কিছু নই প্রায় ৷
একই আকারের আস্থাহীনতায় , অসহায়তায়
সঙ্কুচিত হয়ে আসে পৃথিবী , তখনই
ইচ্ছা – অনিচ্ছার অবনতয়
নতুন বিশল্যকরণীর তরল স্রোতে
বয়ে চলল জীবন ৷

————————————————————————-

লুকানো


লুকানো হৃদয়, লুকানো কথা, লুকানো ইচ্ছে,
লুকানো স্বপ্ন, লুকানো ভয়, লুকানো কষ্ট,
লুকানো প্রথম ভালোলাগা – ভালোবাসা শব্দের উচ্চারণ ৷
একটা জীবনের- জীবনধারায় লুকানো সূচির অনেক বিষয়ই
প্রকাশ পায়না আখর শরীরে কিংবা স্বরধ্বনিতে ৷
জীবনের মধ্যেই জীবন কথাকে লুকিয়ে রাখার
এক গোপন ঘর ৷
জীবন থেকে সব সত্যির প্রকাশ কিংবা
জীবন – জীবনের জন্য যা-যা চাইল –
স্বাধীনতায় মেলেনা সবই ৷
লুকানো কথার অভ্যাসে অসৎএর আপন সম্পর্ক ৷
সম্পূর্ণ লুকানো কথার সম্পর্কে
মানুষ, মানবিকের সুস্থতা হারায়, যারা আজ
পৃথিবী ক্ষতিকারক ভাইরাস ৷
নিজেকে লুকিয়ে যারা গুপ্ত যাপনকারী,
তাদের মেলা হলনা চেনায় জীবন,
হলনা সোজায় দাঁড়ানোও ৷



সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন