প্রবাসের সংবাদ ফিচার্ড

সন্দ্বীপ সমিতি ইতালি’র বর্ণাঢ্য অভিষেক

প্রবাসীদের কল্যাণে কাজ করবে সন্দ্বীপ: সন্দ্বীপ সমিতি ইতালি’র বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানে বললেন নেতৃবৃন্দ 

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: সন্দ্বীপ সমিতি ইতালি’র নবগঠিত কার্যকরী পরিষদের বর্ণাঢ্য আয়োজনে অভিষেক অনুষ্ঠিত হয়েছে। প্রাচীন ও অন্যতম এ সংগঠনটি গেল কিছুদিন পুর্বে গনতান্ত্রিক পন্থান সদস্যদের ভোটের মাধ্যমে কার্যকরী পরিষদ গঠন করা হয়। 

অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে সন্দ্বীপ সমিতির ইতালি’র প্রধান নির্বাচন কমিশনার নব-নির্বাচিত কার্যকরী পরিষদের নাম ঘোষনা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে  সভাপতি মাহবুবল আলম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম চৌধুরী, সাধারন সম্পাদক নুরুল আক্তার ও মোয়াজ্জেম হোসেন এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ধুমকেতু সোস্যাল অর্গেনাইজেশনের কর্নধার নূরে আলম সিদ্দিকী বাচ্চু, শামসুল কবির, মফিজুর রহমান, ছিদ্দীক মিয়া, আব্দুল কাদের সেলিম‌ সহ রোমের আঞ্চলিক, সামাজিক। রাজনৈতিক। সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নির্বাচন কমিশন, সাবেক নেতৃবৃন্দসহ ইতালীতে বসবাসরত সন্দ্বীপ বাসীর উপস্থিতিতে নবগঠিত কার্যকরী পরিষদের নিকট ক্ষমতা হস্তান্তর ও দায়িত্ব ভার বুঝিয়ে দেন। এরপরই সম্মিলিত ভাবে নবগঠিত কার্যকরী পরিষদকে ফুল দিয়ে বরন করেন আগত অতিথিবৃন্দ। 

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সন্দ্বীপ সমিতির কার্যকারী পরিষদের আক্তার হোসেন, মোজাম্মেল হোসেন, জাফর ইসলাম, মনির হোসেন জাবেদ, জাহিরুল ইসলাম, সিপন, খাইরুল, কামরুল, হুমায়ুন কবির, রুবেল, আবুল কালাম আজাদ, ফখরুল, ফিরোজুল ইসলাম, কামরুল হাসান টুটুল সহ অনেকেই।

সন্দ্বীপ সমিতির ইতালি’র নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে নবগঠিত কমিটিকে রোমের স্থানীয় বিভিন্ন সামাজিক রাজনৈতিক সহ সর্ব সাধারন ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন। 

নবগঠিত কার্যকরী পরিষদ সমাজ উন্নয়নে প্রবাসীদের পাশে থেকে পুর্বে চেয়ে আরোগতিশীর ভুমিকা পালন করবে। এমনটাই মনে করেন আগত অতিথি বৃন্দ।

পরিশেষে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত শিশুকিশোরদের বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহন কারীদের মাঝে সম্মাননা ক্রেষ্ঠ ও মেডেল তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দরা।

 

এসএস/সিএ

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন