দেশের সংবাদ ফিচার্ড

ফ্লাইটে প্রবাসীর মৃত্যু- পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিমান

বাংলাদেশ বিমান

ফ্লাইটে প্রবাসীর মৃত্যু- পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে এক প্রবাসীর মৃত্যুর ঘটনায় পাইলটের গাফিলতির প্রমাণ মিলেছে। ওই পাইলটের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার দিলদার আহমেদ তোফায়েল নামের ওই পাইলটকে  এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে বিমান কর্তৃপক্ষ। চিঠিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন) মো. ছিদ্দিকুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ১৫ই জানুয়ারি জেদ্দা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৬ ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন দিলদার আহমেদ তোফায়েল। ফ্লাইট টেকঅফের পর সৌদি প্রবাসী যাত্রী কবীর আহমেদ অসুস্থতা বোধ করেন। এ সময় কেবিন ইনচার্জ পাইলট ইন কমান্ড হিসেবে দিলদার আহমেদকে বিষয়টি জানান। পরে দিলদার আহমেদ ফ্লাইটে কোনো চিকিৎসক আছেন কিনা এ সম্পর্কে জানতে চান। এরপর ককপিট ত্যাগ করে বিশ্রাম নেয়ার জন্য তিনি বিশ্রাম কক্ষে চলে যান।  দিলদারের অনুপস্থিতিতে ফ্লাইটে পর্যবেক্ষক হিসেবে থাকা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) ফ্লাইট অপারেশন্স ইন্সপেক্টর ক্যাপ্টেন ফরিদুজ্জামান ক্যাপ্টেনের আসনে বসেন।

এসএস/সিএ

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন