কানাডার ক্যুইবেক প্রদেশের হাইস্কুল (সেকেন্ডারি) সেপ্টেম্বর ১ পর্যন্ত বন্ধ থাকবে। প্রাইমারি স্কুল আর ডেকেয়ার সেন্টার মন্ট্রিয়লের বাইরে পুরো ক্যুইবেক প্রভিন্স ১১ মে থেকে খুলবে। মন্ট্রিয়লের নর্থ কিংবা সাউথশহরে ১৮ মে খুলবে। তবে করোনা ভাইরাসের কারণে শুধু ১৫ জন ছাত্র একটি ক্লাসে রাখা হবে। সেকেন্ডারি স্কুলের জন্য ক্যুইবেকের স্কুল বোর্ড অচিরেই একটি নতুন সিদ্ধান্ত গৃহিত হচ্ছে যা অনলাইন ক্লাস করানোর জন্য।
ক্যুইবেকের মূখ্যমন্ত্রীর এ ঘোষণায় অনেকেই খুশি হতে পারেন নি। অনেকেই মনে করছেন তাতে আরও বড় বিপর্যয় ঘটতে পারে। এমনিতেই সারা কানাডার তুলনায় ক্যুইবেকেই সবচে’ বেশি করোনা আক্রান্ত রোগি। লকডাউন খুলবে আবার সবাই বাহিরে বের হবে প্রাণের সঞ্চালন সৃষ্টি হবে তা সবাই চায় কিন্তু এমন মহামারীতে কি করে অভিভাবকরা তাদের সন্তানদেরকে অদৃশ্য শত্রুর হাতে তুলে দিবেন। কেউ জানে না কখন কিভাবে এ রোগ অন্যদের শরীরে সংক্রমিত হবে। তবে কানাডার প্রবাসী বাংলাদেশিরা অনেকেই বলছেন এ সিদ্ধান্ত সঠিক হয়নি। আরও কিছুটা সময় অপেক্ষা করা উচিত ছিলো।
..
সিবিএনএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন