প্রবাসের সংবাদ ফিচার্ড

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র – কংগ্রেসের সদস্য শিলা জ্যাকসন লি

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র – কংগ্রেসের সদস্য শিলা জ্যাকসন লি

মার্কিন কংগ্রেসের সদস্য শিলা জ্যাকসন লি (ডেমোক্র্যাট-টেক্সাস) বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসাবে উল্লেখ করেছেন এবং বলেছেন দুই দেশ তাদের সম্পর্কের সেরা সময়ে  রয়েছে। গত ১৮ জুন হিউস্টনে নিজ কার্যালয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সাথে বৈঠককালে তিনি এসব কথা বলেন। মার্কিন প্রতিনিধি পরিষদের অন্যতম প্রভাবশালী সদস্য লি বাণিজ্য, কোভিড-১৯ সহযোগিতা এবং মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন সহ বিস্তৃত ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরও অগ্রসর করতে তার আগ্রহ প্রকাশ করেন।

কংগ্রেস সদস্য লি বাংলাদেশে এক মিলিয়নের বেশি নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন এবং এই মানবিক সঙ্কট সমাধানে মার্কিন কংগ্রেসে তার অব্যাহত প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের কোভিড-১৯ ভ্যাকসিনের প্রয়োজনের বিষয়ে রাষ্ট্রদূতের অনুরোধের জবাবে কংগ্রেস সদস্য লি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন এবং আশা  প্রকাশ করেন যে বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতেই ভ্যাকসিনের প্রাপ্য অংশ লাভ করবে।  তিনি মার্কিন কংগ্রেস ও সরকারের পাশাপাশি বাংলাদেশের স্বার্থ রক্ষায় বাংলাদেশসংক্রান্ত কংগ্রেসীয় ককাসকে পুনরুজ্জীবিত করতে সহায়তা প্রদানের ব্যাপারে তার ইচ্ছা ব্যক্ত করেন। তিনি যুক্তরাষ্ট্রের, বিশেষ করে টেক্সাসের সাথ বাংলাদেশের পিপল-টু-পিপল  যোগাযোগকে উৎসাহিত করেন এবং এই ক্ষেত্রে হিউস্টনের সাথে বাংলাদেশের একটি শহরের মধ্যে সিস্টার-সিটি নেটওয়ার্ক প্রতিষ্ঠায় তার ধারণা ব্যক্ত করেন।

সিস্টার-সিটি প্রতিষ্ঠায় হিউস্টন মেয়রের আগ্রহ

 ২১ জুন বাংলাদেশের রাষ্ট্রদূত হিউস্টনের মেয়র জনাব সিলভেস্টার টার্নারের সাথে তার কার্যালয়ে একটি বৈঠক করেন। রাষ্ট্রদূত জ্বালানি, বাণিজ্য, বন্দর ব্যবস্থাপনা এবং চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা আরো অগ্রসর করার বিষয়ে মেয়রের সাথে ফলপ্রসূ আলোচনা করেন। তারা হিউস্টন এবং চট্টগ্রামের মধ্যে সিস্টার-সিটি নেটওয়ার্ক স্থাপনের বিষয়েও আলোচনা করেন এবং সম্মত হন যে এই জাতীয় উদ্যোগ কার্যকরভাবে আমাদের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতিতে পরিপূরক ভূমিকা রাখবে।

রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন হিউস্টনের যৌথ উদ্যোগে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। কংগ্রেসের সদস্য শিলা জ্যাকসন লি, টেক্সাস প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সদস্য রন রেনল্ডস, হিউস্টনে বাংলাদেশের অনারারি কনসাল মার্টি ম্যাকভি, হ্যারিস কাউন্টি প্রিসিন্ট -২ এর কমিশনার অ্যাড্রিয়ান গার্সিয়া, হিউস্টন বন্দরের বাণিজ্য উন্নয়ন পরিচালক ডমিনিক ডি সান এবং হিউস্টনে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি এই অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে মার্কিন সিনেটর টেড ক্রুজ (রিপাবলিকান-টেক্সাস) বাংলাদেশ রাষ্ট্রদূতকে টেক্সাসে স্বাগত জানিয়ে সংবর্ধনা পত্র প্রেরণ করেন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করেন। সিনেটর ক্রুজ মার্কিন সিনেটে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বন্ধুত্বকে তুলে ধরতে অব্যাহত সহায়তার আশ্বাস দিয়েছেন।

Bangladesh is an important ally of the US – Congresswoman Sheila Jackson Lee 

Washington, DC, 23 June 2021 US Congresswoman Sheila Jackson Lee (Democrat- Texas) has mentioned Bangladesh as an important ally of the United States and that the two countries enjoy the best of their relationships. She said this during her meeting with Bangladesh Ambassador to the United States M Shahidul Islam at her office in Houston on June 18, 2021. Lee, who is one of the most influential legislators in the US House of Representatives, has also expressed her interest to advance Bangladesh-US cooperation further on wide-ranging areas including trade, commerce, COVID-19 support and Rohingya repatriation to Myanmar.  

Congresswoman Lee praised Prime Minister Sheikh Hasina for giving shelter to over one million persecuted Rohingyas in Bangladesh and assured of her continued efforts in the US congress to resolve this humanitarian crisis. In response to the Ambassador’s request for her support to Bangladesh’s COVID-19 vaccine needs, the Congresswoman promised her help in this regard and hoped that Bangladesh would receive a fair share of the vaccines. She expressed her willingness to help revitalize the Congressional Bangladesh Caucus to promote Bangladesh’s interest in the US Congress as well as the administration. She encouraged more people-to-people contact between Bangladesh and the US, and Texas in particular, and shared her idea about establishing a sister-city relationship between Houston and a city in Bangladesh in this regard.

Houston Mayor’s interest in establishing Sister-city network

 On June 21, Bangladesh Ambassador held a meeting with the Mayor of Houston Mr. Sylvester Turner at the latter’s office. The Ambassador had a fruitful discussion with the Mayor on advancing cooperation in energy, trade, port management and medical sectors. They also discussed establishing sister-city network between Houston and Chattogram and agreed that such an initiative would effectively complement our growing economic ties.

Ambassador M Shahidul Islam also attended a Reception jointly organized by the Bangladesh American Society of Greater Houston and Bangladesh Association Houston. Congresswoman Sheila Jackson Lee, Democratic member of the Texas House of Representatives Mr. Ron Reynolds, Honorary Consul of Bangladesh in Houston Mr. Marty McVey, Commissioner of Harris County Precinct-2 Mr. Adrian Garcia, the Director of Trade Development of Houston Port Mr. Dominic D. Sun and  a large number of expatriate Bangladeshis living in Houston joined the event.

Earlier, US Senator Ted Cruz (Republican-Texas) sent a letter of felicitations to the Bangladesh Ambassador welcoming him to Texas and expressing his hope for further strengthening Bangladesh-US relationships.  Senator Cruz also assured of his continued support in the US senate to uphold the US-Bangladesh friendship.


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন