ফিচার্ড সাহিত্য ও কবিতা

লিটন রাকিব-এর  তিনটি  ক বি তা

লিটন রাকিব-এর  তিনটি  ক বি তা


১. বাসন্তিকা

খোল দ্বার; খোল দ্বার
বন্ধ হৃদয়ের দ্বার
নিজেকে আবার
নতুন করে জানা
ফাগুনের এই আগুন বেলায়
রবীন্দ্রভারতীর সতীর্থদের মেলায়
বসন্তের এই নতুন খেলায়
বাসন্তিকা যেন নতুন করে
রাঙিয়ে দিল, ভরিয়ে দিল মন।


২. কবিতা


আমি কবিতা লিখতে পারি না

বরং কবিতাই আমাকে লেখায়


আমি কবিতা বুঝতে পারি না

বরং কবিতাই আমাকে বোঝায়


আমি কবিতা নিয়ে ভাবি না

বরং কবিতাই আমাকে ভাবায়


তবুও, কবিতা লিখি পড়ি
কিছুটা ছুঁইবার চেষ্টা করি
কলমির ডানায় উড়ে যাওয়া

ফরাসী এক পরী।



৩. রূপকথা


তার জ্যোৎস্না রাতের চুলে
কোথায় হারিয়ে যাই ভুলে
তার অজানা অভিমানে
নিঝুম রাতের ভীড়ে
চিনতে পাওয়ার গানে
মুক্ত হওয়ার তানে
তার ভর্তি হাতের ফুলে
আমার ঘুম জড়ানো কূলে
এই মেঘ পরী জল

বৃষ্টিভেজা একলা আকাশ চেয়ে…



 

 


সংবাদটি শেয়ার করুন