বাঁশ |||||| পুলক বড়ুয়া
আয় রাজহাঁস,
আয় পাতিহাঁস,
আয় বালিহাঁস,
আয় বুনোহাঁস,
প্যাক প্যাক প্যাক,
দ্যাখ দ্যাখ দ্যাখ,
মিস্টার পিটার ডি হাস!
মার্কিন মুল্লুক হতে,
হাওয়াই রথে,
এসেছেন বারিধারা,
যেন সম্বিত হারা,
হায় হায় দিশাহারা,
কী যে তার হাঁসফাঁস,
জনাব পিটার হাস!
তার হাতে দুটি বল,
তার হাতে কৌশল,
বল তার কোর্টে,
রণতরী পোর্টে—
পাঠাবেন, পাঠান না,
খোয়াবটা খারাপ না!
মন্দ কী ছলেবলে,
হয় হোক তলে তলে।
ঠিক নাই কোনদিকে
ভাগ্যের ছেঁড়ে শিকে!
শেষমেষ কোনঘরে
ভাগ্যের চাকা ঘোরে!
ভাবছেন কূটচালে,
দেখছেন তালে তালে।
দুদিকেই খেলে যান,
সবদিকে পা-বাড়ান,
পিটার কী পেরেশান?
হায়, পরিহাস,
কী যে উপহাস!
আমাদের মুখে হাস,
আমাদের হাতে হাত,
দুলে ওঠে একসাথ,
মিতিঙ্গা বাইজ্জ্যা মুলি বাঁশ!
এসএস/সিএ