সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে উদীচী শিল্পী গোষ্ঠী অব ক্যানাডার সভা
“জাগো মানুষ,রুখে দাও সাম্প্রদায়িক সন্ত্রাস” একই শ্লোগান কণ্ঠে নিয়ে উদীচী শিল্পী গোষ্ঠী অব ক্যানাডা সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে গত ২৪ অক্টোবর রবিবার স্থানীয় গোল্ডেন এইজ সেন্টার-৩০০০ ডেনফোর্থ এভিন্যুতে এক প্রতিবাদ সভার আয়োজন করে।
সংগঠনের সহ-সভাপতি রাশিদা এলাহির সভাপতিত্বে এতে প্রধান এবং বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কবি আসাদ চৌধুরী ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী লিলি ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশ নিয়ে ৭২ এর সংবিধানে ফিরে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,চাকসুর সাবেক সাধারন সম্পাদক আজিমউদ্দিন আহমেদ, নতুনদেশ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর,কানাডা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার জানু, বাচনিক এর সংগঠক মেরী রাশেদীন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি ফখরুল ইসলাম মিলন, এবাকন এর সাবেক সাধারণ সম্পাদক মহাম্মদ আবুল বাশার, বঙ্গবন্ধু পরিষদ এর সাধারণ সম্পাদক ফারহানা শান্তা, অন্টারিও আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক লিটন মাসুদ, অন্য থিয়েটার/স্বর এর আহমেদ হোসেন, নাট্য ও সাংস্কৃতিক কর্মী মাহমুদুল ইসলাম সেলিম, ব্যারিস্টার রিজুয়ান রহমান, বাচিক শিল্পী হিমাদ্রী রায়, নওশের আলী, উদীচী শিল্পী গোষ্ঠীর ইভা নাগ, নাওরোজ ইত্তেলা ও সুমন সাইয়েদ। সামগ্রিক অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কামরান করিম।
অনুষ্ঠানে জ্যাকুলীন রোজারিওর সঞ্চালনায় উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডার শিল্পীরা প্রতিবাদী আবৃত্তি ও গণসংগীত পরিবেশন করেন।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান