দেশের সংবাদ ফিচার্ড

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে কমলগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে কমলগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি/ ১৯ মে, ২০২১ । প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা, শারীরিকভাবে লাঞ্ছিত করা, মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবীতে কমলগঞ্জ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৯মে) দুপুর ১২ টায় উপজেলা চৌমুহনার ময়না চত্বরে কমলগঞ্জের সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

প্রথম আলোর কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে ও কমলগঞ্জ প্রেসক্লাব একাংশের সাধারন সম্পাদক দৈনিক মানবজমিনের কমলগঞ্জ প্রতিনিধি সাজিদুর রহমান সাজুর সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাব অপরাংশের সভাপতি বিশ্বজিৎ রায়, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক এডভোকেট মোঃ সানোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক কবি শহীদ সাগ্নিক, সাংবাদিক শাহীন আহমেদ, কমলগঞ্জ রিপোটার্স ইউনিটের সাধারন সম্পাদক নির্মল এস পলাশ প্রমুখ। মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন একুশে টিভির স্টাফ রিপোর্টার মানিক শিকদার ও মাসুমা লিছা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + three =