অণুগল্প।। শিবরাত্রি ।।। মধুবন চক্রবর্তী
টুম্পার যখন আঠেরো, শিবের মতো বর পাবে বলে শিবের মাথায় জল ঢেলেছিল সে। সেদিনটা ছিল শিবরাত্রি। এর পরই বিয়ে হয় টুম্পার। মা বাবা বিয়ে দেয় সাধু মণ্ডলের সঙ্গে।
নামে সাধু হলেও অসাধু ব্যবসার সঙ্গে যোগসাজশের কথা জানতে পারে টুম্পা। প্রতি রাতে মাতাল বরের কাছে জোটে মার, বেধড়ক মার। অত্যাচারিত টুম্পা একদিন পালিয়ে যায় বাড়ি থেকে। ফিরে আসে বাপের বাড়ি। বিরক্ত হয়ে মা বলে ভক্তি দিয়ে শিবের মাথায় জল ঢালিসনি। তাই এই দুর্দশা।
দ্বিতীয় বার শিবরাত্রির দিন আবার শিবের মাথায় জল ঢালে টুম্পা। এবার বিয়ে হয় টুম্পার এক সোনার ব্যবসায়ীর সঙ্গে। বরের ছিল সোনার দোকান। বরের সঙ্গে একদিন ভাসুরের বউকে ঘনিষ্টভাবে দেখে ফেলে টুম্পা।
বরকে জিজ্ঞাসা করলে বর বলে, তোর কাছে যা নেই বউদির কাছে তাই আছে।
মনের দুঃখ মনে নিয়ে টুম্পা আবার ফিরে আসে বাপের বাড়ি। লোকলজ্জার ভয়ে বাপ তাড়িয়ে দেয় টুম্পাকে।
এখন শিবরাত্রি এলেই বহুরূপী সেজে পয়সা রোজগার করে টুম্পা। টুম্পার শরীরের এক অংশ হয়ে ওঠে শিব। অন্যদিক পার্বতী। গাজন মেলা এলে ডাক পড়ে তার। হরপার্বতী বিরাজ করে তার শরীরে।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান