অকারণেই করে না দ্বিধা – সৃষ্টিতে মৎস্যরাজ।
মানুষও তদ্রূপ গেছে – বিবেক বুদ্ধি ভুলে।
এরকম কাজ কিন্তু – বিবেক বানের নয়।
বাস থেকে তরুণীকে – ছুড়ে ফেলা হলো।
দুর্ভাগ্য জনক মৃত্যু ঘটে – এক তরুণীর।
বাসযাত্রী সবে তার – করোনা রোগ ভাবে।
বিবেকহীন মানুষের মন – গলে নাই তাতে।
তার নিবাস ছিল নাকি – দিল্লির মান্ডাওয়ালী।
দুর্ভাগ্যজনক মরণ তার – হয়ে গেলো পথে।
সে যে কারো বোন হবে – ধরে নাই বিবেকে।
দীর্ঘদিন তার কিডনি রোগের – চিকিৎসা চলছিল।
প্রচন্ড ক্ষেপেছিল দেখে – বাসযাত্রী সকলে।
মেয়েটিকে করে তারা – হেনস্তা অযথা।
বিনয় করে বলে মেয়ে – যেতে দাও মোর ঘরে।
কম্বল ধরে সিট থেকে – টেনে তাকে নামায়।
কিছুক্ষণের মধ্যেই মেয়ে – রাস্তায় মারা যায়।
প্রয়োজন বোধ করেনি কেহ – দেখতে তলিয়ে।
জগত সম্মুখে কত হেয় হয়ে গেলো – মহাভারতের মান?
১৩/০৭/২০২০ খ্রিস্টাব্দ।
সিএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন