ফিচার্ড সাহিত্য ও কবিতা

নীল বৃষ্টি ||| পুলক বড়ুয়া

নীল বৃষ্টি ||| পুলক বড়ুয়া


 
আলো আরো আলো চাই।
আমার দু’চোখ আলোকিত হোক।
আমার নয়নে আরো আলো দাও।
আমার অনেক আলো চাই।
 
আমার নয়ন তবে তো অনুবীক্ষণ।
আমার নয়ন তবে তো দূরবীক্ষণ।
আমার নয়ন তবেই ম্যাগনিফাইং গ্লাস।
 
আমি তো তোমাকে পষ্ট দ্যাখতে পাচ্ছি না।
আমি তো তোমাকে ভালো করে দ্যাখতে পাচ্ছি না।
আমি তো তোমাকে ঠিকমতো দ্যাখতে পাচ্ছি না।
আমি কাছের তোমাকে দ্যাখতে পাচ্ছি না।
আমি দূরের তোমাকে দ্যাখতে পাচ্ছি না।
আমি তোমাকে দ্যাখেও দ্যাখতে পাচ্ছি না।
 
আমি তোমাকে জানতে চাই।
আমি তোমাকে বুঝতে চাই।
আমি তোমাকে চিনতে চাই।
 
তোমার প্রতিটি পদক্ষেপ ফুটে উঠুক আমার চোখে।
তোমার পা থেকে কুন্তল অবধি
ঘুরপাক খাবে আমার পৃথিবী ।
 
প্রতি ভাঁজ, বাঁক, রেখা, দাগ— 
বর্ণবিন্যাস হোক আমার।
স্বপ্ন নয়, কল্পনা নয়, ভরসা নয়—বাস্তবে।
 
ওখানে হাওয়ার লুকোচুরি, 
ওখানে আলোর ফুলঝুরি, 
ওখানে জলের খুনসুটি।
 
ওদের দুপায়ে ছল ছলাৎ জলকে ঢেউ,
ওরা ঘুরিয়া বেড়ায় তীব্র—তীর হতে তীরে তীর বেয়ে।
 
আমি দৃষ্টি ধার চাই ।
 
অন্ধকার হতে তোমার চোখে কাজল পরিয়ে দেব
ভ্রু-যুগল হবে গাঙচিলের পাখা
রাতের সমুদ্র তীরে হাওয়ায় ঝাউবন হবে তোমার কালো কুন্তল।
 
আমার কন্ঠস্বর ফেটে গড়িয়ে পড়ছে কালো কালো রক্ত
        তুমি ওদের চিনতে পার না
                 কিচ্ছু শুনতে শুনতে পাও না 
 
তুমি অন্ধ-বোবা-কালা হতে পার,
তাতে কোনো অসুবিধা নেই।
 
নীল বৃষ্টি
আর মিঠে রোদ্দুরে ভিজতে কার না ভালো লাগে !
 
সন্ধ্যা : ০০.০০ রাত : ৯.৫৬
০৬.১১.২০২২
সংবাদটি শেয়ার করুন