সাহিত্য ও কবিতা

করোনার কারবার বোঝা খুব দরকার

 

 

করোনার কারবার বোঝা খুব দরকার

পৃথিবীটা একাকারে করছে সে ছারকার।

জাতি ধর্ম গোত্র বর্ণ ভেদাভেদ ভুলিয়ে

সব কিছু এক করে ফেলছে সে গুলিয়ে।

অদৃশ্য ডাইনী রূপে করছে সে মেচাকার

আজ দেখ ঘুম নেই রাজা মহারাজার।

বৌদ্ধ খায়, খ্রিস্টান খায়,খায় মুসলিম -হিন্দু

তার কাছে মানবতা নেই এক বিন্দু।

আরো খায় শিখ, জৈন, পারসি ও ইহুদি

খাওয়া খাওয়ির তালিকা বাড়ে নিরবধি।

আর কত খাওয়া হলে হবে সে যে শান্ত?

বিজ্ঞান তার কাছে আজ বুঝি ভ্রান্ত!

মন্দির – মসজিদ – গীর্জা ও প্যাগোডা

আজ হলো জনশুন্য, কি যে তার ক্ষমতা?

এর থেকে বাঁচতে ঘরে থাকো সকলে

নতুবা সব চেষ্টাই যাবে কিন্তু বিফলে।

সরকার যা বলে- মনেপ্রাণে শুনবে

না হলে সকলেই প্রমাদ যে গুনবে।

প্রার্থনা করি আজ ‘মহান’ এঁর কাছে

দয়া করে রাখো মোরে মানুষের মাঝে।

 

সিবিএনএ/এসএস

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 9 =