সাহিত্য ও কবিতা

তালে তালে তালাতালি  ||||    বিশ্বজিৎ মানিক


তালে তালে তালাতালি  ||||    বিশ্বজিৎ মানিক

তাল ছাড়া হয় না ভালো – গান গজল জারী
সবার সাথে তাল দিয়েই – দিতে হবে পাড়ি।


হাতে তাল কোলে শিশু – শরীর ঢাকা শাড়ি
তালের সাথে তাল মিলিয়ে – যাচ্ছে গাঁয়ের নারী।


মাথায় রাখা তাল চেপেছে – ঘোমটা খানা তার
হাসি মাখা মুখে হাঁটে – সৌন্দর্য অপার।


যুগের তালে পড়ছে কেহ – ছোট কাপড় বেশি
এমন কাপড় পরতো না তো – মা মাসী বা পিসি।


বেতাল নারী পড়ে শাড়ি – স্বাধীন মতো তার
দেখা’র ইচ্ছে না হলেও – চোখ পরে যায় দাদার।


যুগের দোহাই দিয়ে চলে – কতো অসভ্যতা
উগ্র তালে বসন পড়ে – হেঁট করে দেয় মাথা।


গাঁয়ের বঁধু নাইতে আসে – তাল পুকুরের ঘাটে
তাল পুকুরের কালো জলে – কতো সাঁতার কাটে।


তালে তালে তালি দিয়ে – ধামালি গান গায়
কলসি কাঁকে তাল মিলিয়ে – পুকুর ঘাটে যায়।


তালে তিলে তালাতালি – করছে কতো জন
তাল লাগিয়ে ঠেলছে দূরে – নিজের আপন জন।


দুষ্ট জনের মিষ্টি কথা – তিলকে করে তাল
দূরে ঠেলে কাউকে দিতে – ভীষণ করে চাল।


ভাদ্র মাসে তাল দিয়ে হয় – নানান রকম খাবার
চার পাঁচটা সাতটা দিলেও – খুঁজবে খেতে আবার।


তালের পিঠা খেতে মিঠা – খেলে দেবেন তালি
হরেক রকম খাবার হবে – থাকলে ঘরে শালী।


তাল পাতার পাখা দিয়ে – মাথায় বাতাস করে
সব রকমের খাবার দেবে – আদর সোহাগ ভরে।


তাল মোহনের স্বাদের কথা – সবাই কিন্তু জানে
বৌদি বলে দিলেই দাদা – বাজার থেকে আনে।


তালের রসে মাদকতার – নেশা লেগে যায়
বুঝবে শুধু তারাই এটা – নেশা যারা খায়।


তাল মিছরিতে প্রচুর আছে – ঔষধি সব গুণ
কোন রোগে তা কার্যকরী – খেয়াল করে জানুন।


তালের তলে বেকার সময় – কাঁটায় যারা বোকা
ঘাড়ের উপর পড়লে তাল – ঘাড় হয়ে যায় বাঁকা।


সেনা পুলিশ পিটি করে – তাল মিলিয়ে তালে
পড়তে তাদের হতেই হয় – নইলে রোষানলে।


১০/০৯/২০২০ খ্রিস্টাব্দ।




সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন