সাহিত্য ও কবিতা

অণুকাব্য পঞ্চমী –  পুলক বড়ুয়া


অণুকাব্য পঞ্চমী –  পুলক বড়ুয়া


১.
আমদানি-রপ্তানি

ভালোবাসা মানে আমদানি করেছি বরণ
প্রেম মানে রপ্তানি করেছি বিম্বিত স্মরণ


২.
যদি


যদি বলে যাও শুনে যাব
মৌন হলে নীরবে তাকাব


৩.
বর্ণ-গন্ধ-ছন্দ


কুসুমের অধিকার বর্ণালী-সুগন্ধ
বাগিচার উপহার দলে দলে প্রজাপতি-ছন্দ


৪.
একটি

এই হাতে থাক শুধু একটি পরশ
এই দেহে থাক শুধু একটি হরষ


৫.
এক চাঁদ ও একটি পৃথিবী

পৃথিবী চাঁদকে নিয়ে চিন্তা করে
চাঁদ পৃথিবীকে আলো দেয়;
আমি তোমাকে নিয়ে চিন্তা করি
তুমি আমাকে কি দেবে ?





সংবাদটি শেয়ার করুন