সাহিত্য ও কবিতা

দমাও এদের এক্ষুনি সময়  ||||  বিশ্বজিৎ মানিক


দমাও এদের এক্ষুনি সময়  ||||  বিশ্বজিৎ মানিক


আমার দেশটি হয়ে গেছে আজ –  দুষ্টচক্রে ভরা
পাঁচ টাকার মাস্ক লকডাউন কালে – পঞ্চাশে বিক্রি করা
কেতাদুরস্ত ভদ্রলোক কিন্তু – ভারত থেকে আসে নাই
ব্যবসায়ীরূপী ছিনতাইকারী হতে – দেখেছে তাকে সবাই।

ত্রিশ টাকা দামের পেঁয়াজ দেখি – শত টাকা দাম হাঁকে
পাকিস্তান থেকে আসেনি তো সে – হাজীসাব যাকে সবে ডাকে
বাংলার এ হাজী তেজারতি করে – হয়ে গেছে কোটিপতি
বাজার নিয়ন্ত্রণে মুনাফা লোটার – আছে তার কতো কুখ্যাতি।

মনের খুশিতে চলন্ত ট্রেনে – পাথরের ঢিল ছুঁড়ে
খিলখিল হেঁসে যে কিশোর – মানুষ হত্যা করে
ইজরায়েল থেকে আসে নাই সে তো – বাংলার শার্দূল
হাতের নিশানা আছে ভালো তার – লক্ষ্যটি যেন নির্ভূল।

কমদামে কিনে পর্দার বিল – করে যারা বেশি বেশি
সোমালিয়া থেকে আসে নাই তারা – সকলেই আমাদের দেশি।
চিল শকুনি বসিয়েছে দেখি – ট্যাক্সের টাকায় থাবা
লুটেপুটে খায় পাশ হয় বিল – বলে মারহাবা মারহাবা।

গ্যাসের কর্তা মসজিদ থেকে – নিতে চায় যখন ঘুষ
বাংলার মানুষ চিন্তয়ে দেখ – আছে কি না তবো হুঁশ
মায়ানমার থেকে আসে নাই ওরা  – মগ বাহিনীর লোক
কাদের কারণে ঝড়ে এতো প্রাণ – কি বলে জানাবো শোক?

সরকারি চাকুরে হয়ে গেছে দেখ – শতকোটি টাকার মালিক
কিভাবে হলো এতো টাকা তার – ছিল কি উপার্জন সঠিক?
রাবণের দেশ শ্রীলংকা থেকে ওরা – আসে নাই এই দেশে
লুটপাট করেই বানিয়েছে ধন – ছোট বড় মিলেমিশে।

ভাইয়ের কাছথেকে কেঁড়ে নিয়ে বোন – ছুরি মেরে করে খুন
বাংলার মাটিতেই জন্মেছে খুনী – সে তো নয় ‘ শক ‘ কিবা ‘ হুন ‘
কোথায় তুমি মানবতাবাদী আজ – আওড়াও ফাঁকা বুলি?
জানি আছো কিছু ভরে নিতে চাও – সুযোগে শুন্য ঝুলি!

ক্যাসিনো সম্রাট শতকোটি টাকা – বিদেশে করেছে পাছার
রাষ্ট্রের কাজে লাগেনি তো টাকা – সিঙ্গাপুর নাকি হয়েছে বাজার?
অরাজকতা যদি এভাবেই চলে – দেশ যাবে রসাতলে
আইনের হাত করো প্রসারিত – মনযোগ দাও নির্মূলে।

আমরা হইনি গণতান্ত্রিক মানসী – জংলী শাসন চাই
মানুষের কাছে মানবিক গুণাবলি – কিছু কি আছে ভাই?
অর্জন ছিল যা এ জাতির – করতে চায় যারা মিছে
দমাও এদের এক্ষুনি সময় – দেশপ্রেম যাদের আছে।

২২/০৯/২০২০ খ্রিস্টাব্দ।
সংবাদটি শেয়ার করুন