ফিচার্ড সাহিত্য ও কবিতা

শিল্পের জন্য ||| সুমিত মোদক

শিল্পের জন্য ||| সুমিত মোদক



শিল্পের জন্য আমার শহর , আমার গ্রাম ,

আমার মফস্বল ;
আমার আবেগ ভালবাসা , হৃদয় আমার ,

আমার সম্বল ;


সেই ভালো-বাসায় সুর নিয়ে জেগে আছে ;
জেগে থাকে …
বাংলার স্বত্ত্বা ;
সারাটা রাত কেঁদেছে , কেঁদেছে রাত-দিন …
শিল্পীর জন্য …

এই বাংলার জনতা ;


 এ মাটি আবার দেখলো কি ভাবে এক শিল্পী 
তার জীবন দিয়ে শিল্পকে উৎসর্গ করে গেলো ;
এ মাটি আবার দেখলো কি ভাবে শিল্পের জন্য , 

শিল্পীর জন্য হৃদয়ে হৃদয়ে জ্বলে প্রদীপের আলো ;


 হাজার হাজার ভক্ত শ্রোতাদের মধ্যে দাঁড়িয়ে
একের পর এক গেয়ে  গেছে 
প্রেম , বিরহ , বিদায়ের গান …
আর তার হঠাৎই এ ভাবে চলে যাওয়াটাও
কোনও ভাবে মেনে নিতে পারেনি 
নাগরিক জীবন , এমনকি

প্রান্তিক দেহাতি মানুষ গুলোর সহজ-সরল প্রাণ ;


 আমার শহর দেখেছে এক শিল্পী , 
তার শিল্পের জন্য আবেগী মঞ্চ ছেড়ে যায়নি ;
তাই , একটা অস্পট যন্ত্রনা লুকাতে
বার বার ঘাম মুছে নিচ্ছিল ,
কেবল চেয়ে নিতে চাচ্ছিল এক মুঠো মুক্ত বাতাস , 
নরম আলো …

তবুও সুরের যাদুকরের শেষ রক্ষা হয়নি ;


 এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম 
বেঁধে রেখেছে সুরে ;
সবটুকুই বুকের ভিতর ,

কিছু নেই বহু দূরে .…


 সুর গুলো সব ডানা মেলেছে
বাতাসের বুক জুড়ে ;
আকাশ বাতাস জেগে আছে 

করুণ এক সুরে …


 শিল্পীর কখনও মৃত্যু হয় না ;
হয়না শিল্পের শেষ ;
শেষ থেকে আবার শুরু …

ধরে রাখে তার রেশ ;


 এ বাংলা জানে বাঁচিয়ে রাখতে 
শিল্পীর শিল্প কর্ম ;
এ বাংলা জানে আবেগ দিয়ে

ভালবাসাটাই মূল ধর্ম ।


 শিল্পের জন্য আমার শহর , আমার গ্রাম ,
আমার মফস্বল ;
আমার আবেগ ভালবাসা , হৃদয় আমার ,
আমার সম্বল  ।

সংবাদটি শেয়ার করুন