অবিশ্বাস্য হলেও সত্য

ব্রিটেনের সমুদ্র তীরে ‘অদ্ভূত’ প্রাণীর সন্ধান

সমুদ্র পাড়ে হাঁটতে গিয়ে এক দম্পতি চোখে পড়ে এই প্রাণীটি

ব্রিটেনের সমুদ্র তীরে ‘অদ্ভূত’ প্রাণীর সন্ধান

ব্রিটেনের নর্থ ওয়েলসের কারনার্ফোন সমুদ্রসৈকতে এই প্রাণীর দেখা মিলেছে। গুজনেক বার্নাকেলের ছবি আর ভিডিও তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মার্টিন গ্রিণ নামে এক ব্যক্তি। সমুদ্র পাড়ে হাঁটতে গিয়ে এক দম্পতি চোখে পড়ে এই প্রাণীটি। হঠাৎই তারা দেখেন, বিশাল গাছের গুঁড়ির মতো কিছু একটা পড়ে রয়েছে সমুদ্রতটে।

গাছের গুঁড়ির মতো ওই বস্তুটিকে আপাদমস্তক ঘিরে রয়েছে খোঁচা খোঁচা দাঁতের মতো আঁশে ভরা সজীব কোনো প্রাণী। দেখে মনে হতে পারে সহস্র দাঁত যেন কিলবিল করছে সারা গায়ে। আরও কিছুটা সামনে গেলে এগুলোকে পতঙ্গভুক ফুলের মতো দেখতে লাগে।নিজেদের কাছে ‘অদ্ভূত’ লাগা এই প্রাণীটির ছবি আর ভিডিও তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ওই দম্পতি। বাড়ি ফিরে ইন্টারনেটে অনুসন্ধান চালিয়ে তারা জানতে পারেন, এগুলো আসলে দুর্লভ প্রজাতির সামুদ্রিক প্রাণী।

এগুলোর নাম গুজনেক বার্নাকেল। ইন্টারনেটে অনেকেই এই প্রাণীর ছবি দেখে আঁতকে উঠেছেন! কারণ, পর্তুগাল এবং স্পেনের বেশকিছু অঞ্চলে গুজনেক বার্নাকেলের দেখা মেলে। ওসব অঞ্চলে এগুলো উপাদেয় খাবার হিসেবে বিক্রি হয়।

সূত্র; টাইমস, ডেইলি স্টার

 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন