ফিচার্ড সাহিত্য ও কবিতা

আমার যে দিন গেছে.. ।।। বিপ্লব ঘোষ

আমার যে দিন গেছে.. ।।। বিপ্লব ঘোষ


 
সবাই বলছে বলে নয়  
দহন জ্বালা চৈত্র–বৈশাখে 
এখন সব তো জানা যায় 
আবহাওয়াবিদ শোনাচ্ছে ..
আমি ভাবছি সেদিন–কথা ।
 
মাথার উপরে ফ্যান নেই 
টিনের চাল,মাটির কুঁজো 
পাটি বিছিয়ে জল ছিটিয়ে 
অসহন হলে চলে যাও 
দূরের লেকের মাঠে ঘাটে 
গাছেরা ছায়ার চাদর মেলেছে ঘাসে 
 কৃষ্ণচূড়া তেঁতুল মহুয়ার  বিছানা 
কত দুপুর গিয়েছে চলে 
কিম্বা ধরো বিকেলের জলে …
 
সেদিন এই তাপপ্রবাহ  
সবই তো ছিল  
শুধু ছিল না এই বযেস ! 
——-
গাছ 
 
সবাই বলে গাছ লাগান 
যারা বলছে সে কি লাগাচ্ছে  !
 
নিজে গাছ পুঁতে দিন ছবি 
এই কথাটাই যে ভাবাচ্ছে ।
 
পাগলও নিজের ভাল- মন্দ বোঝেন 
আমরা আজো বুঝলাম না 
বৃক্ষ না থাকলে 
মানুষই থাকবে না কাল । 
——- 
মেঘ ও বৃষ্টি 
 
তুমি বলেছিলে মেঘ পাঠালে 
বৃষ্টি পাঠাবে চৈত্র–বৈশাখে  
 
আমি জানিনা সেই মেঘেরা 
তোমার কাছে পৌঁছেছে কিনা !
 
তাই যদি নাই হয় তবে 
তুমি এলেই বৃষ্টি নামবে ।
সংবাদটি শেয়ার করুন