আলিয়ার ডার্লিংসকে বয়কটের ডাক
সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত ‘ডার্লিংস’ সিনেমা বয়কটের আওয়াজ উঠেছে। সিনেমাটি পুরুষদের উপর অত্যাচারকে প্রোমোট করছে- এমন অভিযোগ এনে এই বয়কটের ডাক দেয়া হচ্ছে।
অভিযোগ করা হচ্ছে, সিনেমাটিতে পুরুষদের দুর্বল ও ছোট করে দেখানো হয়েছে। এর আগে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমা বয়কটের ডাক দেয়া হয়েছিলো।
শুক্রবার (৫ আগস্ট) নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘ডার্লিংস’। আলিয়া ব্যস্ত ছবির প্রচারে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই প্রচার করছেন তিনি। কিন্তু ছবি মুক্তির ঠিক আগের দিন নেটপাড়াবাসীদের ক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী। টুইটারে ট্রেন্ডিং তালিকায় উঠে এলো ‘হ্যাশট্যাগ বয়কট আলিয়া ভাট’।
এসব অভিযোগ উঠলেও নিজের প্রযোজনায় তৈরি প্রথম সিনেমা নিয়ে দারুণ উচ্ছ্বসিত আলিয়া। সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে আসার পর তো বলিউডে আলিয়াকে নিয়ে হইচই পড়ে গেছে। অনেকে বলছেন, এভাবে আলিয়াকে আগে দেখা যায়নি।
গত ১৪ এপ্রিল জীবনের নতুন অধ্যায় শুরু করেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। এর আড়াই মাস পরই আলিয়া ঘোষণা দেন- মা হতে যাচ্ছেন তিনি।
এসএস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান