কানাডায় বাংলাদেশিসহ করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে
বিদ্যুৎ ভৌমিক, সিবিএনএ নিউজ ডেস্ক ।। ১ ডিসেম্বর মঙ্গলবার শীতের আগমনের সাথে সাথে আজ রিপোর্টটি লেখা পর্যন্ত কানাডা প্রভিন্সগুলোতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৩ লক্ষ ৮২ হাজার ছাড়িয়েছে । মাত্র তিন সপ্তাহের মধ্যেই কানাডায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে ১ লাখ।
ক্যানাডায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাড়িয়েছে ১২ হাজার ১৯৫ জন এবং এ পর্যন্ত ক্যানাডায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৪ হাজারের অধিক মানুষ । পৃথিবীর ২য় বৃহত্তম দেশ কানাডায় রয়েছে ১০ টি প্রদেশ ও তিনটি টেরিটরী । কানাডায় করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রানত রোগীর মধ্যে সনাক্ত ও মৃতের মধ্যে ৯৫% রোগীই উল্লেখিত এ ৪টি বড় প্রদেশের যথা ক্যুইবেক, অন্টারিও বৃটিশ কলম্বিয়ায় ও আলবার্টা । । ১ ডিসেম্বর মঙ্গলবারের খবরে ক্যুইবেকে শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৫৪৮ জন এবং ক্যুইবেকে এ পর্যন্ত মারা গেছেন ৭ হাজার ৮৪ জন যা ক্যানাডার প্রায় ৫৫% এর অধিক । ক্যুইবেক প্রদেশে আজ মঙ্গলবারের খবরে একদিনেই আক্রান্ত হয়েছে ১,১৭৭ জন । মন্ট্রিয়লে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫১ হাজার ৪৬২ জন । অনেক বাংলা ভাষাভাষী মানুষও ইদানীং করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
লোক সংখ্যার দিক থেকে ক্যানাডার বৃহত্তম প্রদেশে অন্টারিও প্রদেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লক্ষ ১৮ হাজার ১৯৯ জন এবং অন্টারিও প্রদেশে এ পর্যন্ত মারা গেছে ৩ হাজার ৬৬৩ জন । অন্টারিও প্রদেশে আজ মঙ্গলবারের খবরে একদিনে আক্রান্ত হয়েছে ১,৭০৭ জন । বৃটিশ কলম্বিয়ায় এ পর্যন্ত সনাক্ত হয়েছে ৩৩ হাজার ২৩৮ জন এবং বৃটিশ কলম্বিয়া প্রদেশে এ পর্যন্ত মারা গেছে ৪৪১ জন । আলবার্টা প্রদেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৯ হাজার ৪৮৪ জন এবং আলবার্টায় প্রদেশে এ পর্যন্ত মারা গেছে ৫৫১ জন । কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যেই কানাডার অর্ধেকেরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে কোভিড-১৯ ভ্যাকসিন।
ট্রুডো বলেন, দেশব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য তার সরকার সকল প্রদেশ এবং অঞ্চলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
কানাডার বিভিন্ন প্রভিন্সে বাংলাদেশি প্রবাসীরা করোনা ভাইরাসে আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। বিশেষ করে অন্টারিও এবং ক্যুইবেক প্রদেশে বিপুল সংখ্যক প্রবাসীরা করোনা ভাইরাসে আক্রান্ত। কোভিড-১৯ এর শুরুতে প্রবাসীরা এত বেশি সংখ্যক আক্রান্ত হবার খবর পাওয়া না গেলেও দ্বিতীয় ওয়েবে পাওয়া যাচ্ছে। তবে অধিকাংশই নিজ ঘরে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে বয়স্কদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
১ ডিসেম্বর ২০২০
-এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন