কিট নিয়ে কটমট | বিশ্বজিৎ মানিক
কিট নিয়ে কটমট – টুকটাক শব্দ
বুঝার আগেই ঝটপট – কেন করো জব্দ ?
পটাপট খটাখট – লেগে গেলে যাহা হয়
সিদ্ধান্তে টপাটপ – কোন কিছু ভালো নয়।
দিনদিন আয়ু ক্ষীণ – হয়েই যে চলছে
মৃত্যুর বিভীষিকা – প্রতিদিনই বাড়ছে।
জ্বর জ্বর সর্দি কাশি – সন্দেহটা করবেই
ঠিকঠাক পরীক্ষায় – প্রফুল্লতা বাড়বেই।
কার কিট, কোন কিট – মাথা ব্যাথা নাই রে
বেঁচে যাবে মানবকূল – দাওয়াই টা পাইলে।
দেখতে দেখতে দিন যায় – সমাধান তো হয় না
নিবু নিবু করে বাতি – জ্বলে কেন উঠে না?
তাড়াতাড়ি চিঠিখানা – যথাস্থানে পৌঁছে দাও
আর কোন ভালো পেলে – পাশাপাশি নিয়ে নাও।
শত্রুও মিত্র হয় – হলে বিপদ আগমন
অকারণে কেন করো – এমনতরো আচরণ?
কাজ কাম না হলে – ফেলে দাও সাগরে
আর দেরি করোনা – সবাই এখন জাগো রে।
‘বিজন’ এর কিট গুলো – ঝটপট দেখে নাও
যদি হয় ঠিকঠাক – ‘জাফর’ কে ছেড়ে দাও।
আমেরিকা লন্ডন – পরে গেছে হতাশায়
মানুষের জীবন আজ – আশা আর নিরাশায়।
সারা দেশে ছড়িয়েছে – ভাইরাস করোনা
আর কত এইভাবে – কর্মক্ষেত্রে যাবো না?
কতোজন সংক্রমিত – কেহই কিন্তু জানিনা?
পরীক্ষাতেই বুঝা যাবে – ‘ইতালি’ যে হবো না।
করোনার ভালো দিক – কাটাকুটি লাগে না
নিয়ম আর শৃঙ্খলাতে – যায় তাকে সরানো।
তোষামোদে নেই লাভ – বিপদ কিন্তু হবে রেই
হলে পরে নির্বোধ – দূর্যোগ টা বাড়বেই।
অনাহারে আছে আজ – মজুরের দলটা
দিন দিন ক্ষীণ হয় – শরীরের বল টা।
হাতে ছিল কত শক্তি – ছিল আরো দেহে রে
পরিশেষে তাহা দেরে – কাজ কে দেবে রে?
সময়ের গানগুলো – সময়েই গেয়ে যাও
সবে তাই একযোগে – কিট গুলো দেখে নাও।
০৪/০৫/২০২০ খ্রিস্টাব্দ।
সিবিএনএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন