সাহিত্য ও কবিতা

ঘোর |||| পুলক বড়ুয়া

ঘোর |||| পুলক বড়ুয়া

ঘোর

পুলক বড়ুয়া


যে আকাশকে আমি ভালোবাসি
তাকে কেন কালো মেঘে ঢেকে যেতে দ্যাখি
যে বাতাস আমি দ্যাখি না
তাকে কেন দ্যাখি আমি ভিজে যেতে
যে সূর্যের দিকে কোনোদিন মুখ তুলে তাকাতে পারিনি
কেন তার রোদ্দুর চাই
যে অন্ধকার আলিঙ্গনে জড়াই
সেই নিবিড় নিরালোকে নীরবতা কেন কথা হয়
যে নৈঃশব্দ্য নৈঃসঙ্গ নয়
সে কেন তোমার মতোন নির্জন হয়ে আসে

যে চাঁদ দূরে জেগে
তার রূপ-রস-গন্ধ কেন অঙ্গে মেশে
কেন নির্ঘুম শর্বরী মাতোয়ারা
কেন এই অবলোকন-অবগাহন
এই মেঘ-বৃষ্টি-কুয়াশা
নিষিদ্ধ ছোঁয়া
আবছায়া—ঘোর, বুঁদ, নেশা নেশা

আমাকে মাতাল করে
আমাকে উন্মাদ করে
আমাকে উন্মনা করে
আমাকে সহসা টানে, সহজে আছড়ে ফেলে
প্রতি অঙ্গে, তার বুকে !


সংবাদটি শেয়ার করুন