সাহিত্য ও কবিতা

প্রত্ন-বাড়ি |||| পুলক বড়ুয়া


পুলক বড়ুয়া
প্রত্ন-বাড়ি
___________________________________________
একটি বাড়ির কথা মনে পড়ে, খুব মনে পড়ে
অন্ধকারের মধ্যে জেগে থাকতো সে
দিনের আলোর গভীরে ডুবে থাকতো
পূর্ণিমায় হাসতো, অমাবস্যায় নিমগ্ন হতো আশ্বিনের মিষ্টি রোদে কী যে ভালো লাগতো তাকে
ইছামতী নদী, সুন্দরী খাল, কর্ণফুলী—জোয়ার-ভাটা
কুলু কুলু কুলু কুলু কুলু কুলু কুলু কুলু কুলু কুলু কুলু
পাহাড়-নদী গাঁও-গঞ্জ নদী-চর
নৌকো-সাম্পান মাঝি-মাল্লা কিষাণ-কিষাণী
গ্রীষ্ম-বর্ষা, শরৎ-হেমন্ত, শীত-বসন্ত—ষড়ঋতু
রৌদ্র-ছায়া, পূর্ণিমা-অমাবস্যা, জ্যোৎস্না-মেঘ, ঝড়-বৃষ্টি, তুফান-প্লাবন, হিম-কুয়াশা
দূরে-কাছে ঘনায় আর যায় আসে আর ধায়
জেগে থাকে তরুলতা গাছপালা
এখানে আমার পিতৃপুরুষ আদিম পৃথিবী
এখানে আমার সমাজ-সংসার-গোষ্ঠী-পরিবার
এখানে আমার স্বজন-সর্বজন পাড়া-প্রতিবেশী
এখানে আমার আকাশ-বাতাস চাঁদ-তারা-সূর্য
এখানে আমার সকাল-দুপুর-সন্ধ্যা-রাত্রি
এখানে আমার জাগরণ-ঘুম-অবসর
এখানে আমার আসা-যাওয়া উৎসব-মেলা-পালা-পার্বণ
এখানে ভিটে মাটি
এখানে তুমি আমি আমরা
সবকিছুর কেন্দ্রে আবহমান এই বাড়ি, প্রিয় বাড়ি, প্রত্ন-বাড়ি !


সংবাদটি শেয়ার করুন