ফিচার্ড সাহিত্য ও কবিতা

এসো / বিপ্লব ঘোষ

এসো / বিপ্লব ঘোষ


 যে যেতে যায় 

               যেতে দাও
বলেছেন,গুণীজন 
আজ বলি শোনো 
                  যদি যাই—-
জানি বলবে 
               এতই কি সোজা ?
 
তবে স্মৃতিটুকু রেখে—
দরজা খোলো 
 
তখন বলবে হয়ত 
 
                 বেশ যাও 
                  দরজা ভেজানো থাকবে
                  এসো,ইচ্ছে হলে 
                   দাঁড়ালেই খুলে যাবে 
                   যেমন শিশিরের শব্দে 
                    ভোর হয় 
—-
মনে রেখো 
 
আমার এখন ভয় করে না কিছুতে 
দেখেছি চোখের সামনে কি করে যায় 
কত যন্ত্রণায় ।
 
জীবনে প্রথম বিকেলের গোধূলিতে
বাধ্য ঘুমে যাবে এই দেহ 
যদি ফিরে আসি 
জ্বালাবো ,জ্বলব সেই মতো ।
 
আর যদি চলে যাই, তবু  
মনে রেখো কিছুদিন এই অধমেরে ।
যেতে হয় 
 
এমন করে রেখো না নীচে  
চোখ দুটি মেলে দাও 
যাবো তোমাদের দেখে 
উপরে আকাশ সাক্ষী রেখে 
আর কেঁদো না অমন করে 
যেতে হয়, যায়,তাই যাচ্ছি 
অনেকদিনই রইলাম 
আসবো সূর্য হয়ে ।
সংবাদটি শেয়ার করুন