CBNA English NEWS জাতিসংঘ প্রবাসের সংবাদ ফিচার্ড

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তার জন্য ৫০,০০০ মার্কিন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ

Bangladesh pledges $ 50,000 to “United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East”

 New York, 02 June 2023: Bangladesh pledged voluntary contribution of $50,000to the “United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East (UNRWA)” for the year 2023 at the UNRWA pledging conference held today at UNHQs. The modest contribution is a demonstration of steadfast commitment of the Government and people of Bangladesh to the just struggle of Palestinian people. Bangladesh has been contributing to UNRWA since 2018.

The pledging conference was convened by the President of the General Assembly. The Commissioner General of UNRWA briefed the member States in the meeting. The Deputy Permanent Representative of Bangladesh to the UN in New York, Dr. Md. Monwar Hossain declared the pledge on behalf of the Government of Bangladesh. In his statement, he expressed concern regarding the perennial funding shortfalls of UNRWA and emphasize on securing “sustainable, predictable and sufficient” funding. He also mentioned that UNRWA was established on a temporary basis to support the Palestinians. However, providing support is not the solution, the only solution to this crisis is ending the Israeli illegal occupation by achieving the two-State solution on the basis of the pre-1967 borders.

UNRWA was established by UN General Assembly resolution in 1949 with a humanitarian and development mandate to provide assistance and protection to Palestine refugees pending a just and lasting solution to their plight. At present, there are 5.9 million Palestinians are registered as refugee.

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তার জন্য ৫০,০০০ মার্কিন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ

নিউইয়র্ক, ০২ জুন ২০২৩:  আজ জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক সম্মেলনে ২০২৩ সালের জন্য “ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (ইউএনআরডব্লিউএ)”-তে ৫০,০০০ মার্কিন ডলার আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।

ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন স্বরুপ ২০১৮ সাল থেকে ইউএনআরডব্লিউএ-তে এ অনুদান প্রদান করে আসছে বাংলাদেশ।

সম্মেলনটি আহবান করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সাবা কোরেশী। এতে সদস্য দেশগুলোকে ফিলিস্তিনি শরণার্থী এবং তাদের জন্য নিবেদিত সংস্থা ইউএনআরডব্লিউএ’র কার্যাবলীর বিভিন্ন বিষয় সম্পর্কে ব্রিফ করেন ইউএনআরডব্লিউএ-এর কমিশনার জেনারেল।

নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত  বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি ডঃ মোঃ মনোয়ার হোসেন বাংলাদেশ সরকারের পক্ষে উপরোল্লিখিত আর্থিক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ঘোষণা করেন। তার বক্তব্যে ইউএনআরডব্লিউএ এর চলমান তহবিল ঘাটতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি “টেকসই, অনুমানযোগ্য এবং পর্যাপ্ত” তহবিল সুরক্ষার উপর জোর প্রদান করেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের সমর্থনের জন্য অস্থায়ী ভিত্তিতে ইউএনআরডব্লিউএ প্রতিষ্ঠিত হয়েছে। তবে শুধু আর্থিক সমর্থন প্রদান করা সমাধান নয়, এই সংকটের একমাত্র সমাধান হল ১৯৬৭-এর পূর্ববর্তী সীমানা অনুযায়ী দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান অর্জনের মাধ্যমে ইসরায়েলি অবৈধ দখল দারিত্বের অবসান ঘটানো।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের রেজুলেশনের মাধ্যমে ১৯৪৯ সালে ফিলিস্তিনি উদ্বাস্তুদের তাদের দুর্দশার ন্যায্য এবং স্থায়ী সমাধানের জন্য সহায়তা এবং সুরক্ষা প্রদানের জন্য একটি মানবিক এবং উন্নয়ন সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল ইউএনআরডব্লিউএ। বর্তমানে এই সংস্থায় শরণার্থী হিসাবে ৫.৯ মিলিয়ন ফিলিস্তিনি নিবন্ধিত রয়েছে।

 



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন