ফিচার্ড সাহিত্য ও কবিতা

বৈশাখী || বিচিত্র কুমার 

বৈশাখী || বিচিত্র কুমার 
(০১)
ওর মুখ যেন উৎসবমুখরীত
কাজল রাঙা দুটি আঁখি,
রঙিন ফিতায় সেজেছে বৈশাখী 
ও যেন এক প্রাণবন্ত পাখি।
 
প্রজাপ্রতির মতো ডানা মেলে
ফুরফুর করে উড়ছিল ঊষার আকাশে,
কত না আনন্দ আর উল্লাসে
আগমনী বার্তা নিয়ে রঙিন বাতাসে।
 
আমি যেই না চোখ খুলি –
সে অমনি পালিয়ে যায় দূর অজানায়,
ফুলের পাপড়িগুলো উড়ে যায় হাওয়ায়
রৌদ্রের রঙ থাকে শুধু চাওয়ায় পাওয়ায়।
 
(০২)
কালবৈশাখী
 
উড়িয়ে ধুলা গাছপালা বাড়িঘর ভেঙে খিলখিলিয়ে হাসে;
বৈশাখ জৈষ্ঠ্যের হাত ধরে কালবৈশাখী আসে,
চুল তার উরুউরু কালো দুচোখে বিজুলি চমকায়
ওই যে ক্ষিপ্ত বেগে সিঁদুর মেঘের গাঁয়।
হায় হায় আঁধার সৃষ্টি! ঘূর্ণিঝড় বজ্রবৃষ্টি
আমাদের কপাল পুড়ে যায়।
সংবাদটি শেয়ার করুন