জীবন ও স্বাস্থ্য ফিচার্ড

মানুষের শরীরে প্রতিস্থাপিত হলো শূকরের হৃদ্‌যন্ত্র

চলতি মাসের শুরুতে সার্জন বার্টলি গ্রিফিথের সঙ্গে ডেভিড বেনেটের (ডানে) ছবি

মানুষের শরীরে প্রতিস্থাপিত হলো শূকরের হৃদ্‌যন্ত্র

জিনগত রূপান্তরিত একটি শূকরের হৃদ্‌যন্ত্র মানুষের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিকেল সেন্টারে গত শুক্রবার সাত ঘণ্টা ধরে অস্ত্রোপচারের মাধ্যমে ওই হৃদ্‌যন্ত্র প্রতিস্থাপন করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রথমবারের মতো কোনো শূকরের হৃদ্‌যন্ত্র মানুষের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হলো। যে ব্যক্তির শরীরে অস্ত্রোপচারের মাধ্যমে ওই হৃদ্‌যন্ত্র প্রতিস্থাপন করা হয়, তাঁর নাম ডেভিড বেনেট (৫৭)। অস্ত্রোপচারের তিন দিন পর বেনেট বেশ ভালো বোধ করছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

জিনগত রূপান্তরিত একটি শূকরের হৃদ্‌যন্ত্র মানুষের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিকেল সেন্টারে গত শুক্রবার সাত ঘণ্টা ধরে অস্ত্রোপচারের মাধ্যমে ওই হৃদ্‌যন্ত্র প্রতিস্থাপন করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রথমবারের মতো কোনো শূকরের হৃদ্‌যন্ত্র মানুষের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হলো। যে ব্যক্তির শরীরে অস্ত্রোপচারের মাধ্যমে ওই হৃদ্‌যন্ত্র প্রতিস্থাপন করা হয়, তাঁর নাম ডেভিড বেনেট (৫৭)। অস্ত্রোপচারের তিন দিন পর বেনেট বেশ ভালো বোধ করছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, বেনেটের শারীরিক অবস্থা অনেক দুর্বল থাকায় তাঁর শরীরে মানুষের হৃদ্‌যন্ত্র প্রতিস্থাপন করা সম্ভব ছিল না। জিনগত রূপান্তরিত শূকরের এই হৃদ্‌যন্ত্র ভালোভাবে কাজ করলে এই গবেষণা সারা বিশ্বের বহু মানুষের প্রাণ বাঁচাবে বলে আশা করছেন এই অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত থাকা সার্জন বার্টলি গ্রিফিথ।

বেনেটের অস্ত্রোপচারের সময় ছিলেন মেরিল্যান্ড স্কুল অব মেডিসিন বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের চেয়ারম্যান ক্রিস্টিনা লাও। এই চিকিৎসক বলেন, সাধারণত মানুষ থেকে মানুষে অঙ্গ প্রতিস্থাপনের কাজ হয়ে থাকে। অঙ্গের জন্য অপেক্ষা করে সব সময় মানুষ মারা যাচ্ছে। যদি জিনগত রূপান্তরিত শূকরের অঙ্গ ব্যবহারে সফলতা আসে, তবে এ ধরনের মানুষের আর অপেক্ষা করতে হবে না।

যুক্তরাষ্ট্রে বর্তমানে অঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষায় থাকা রোগীদের মধ্যে দিনে গড়ে ১৭ জনের মৃত্যু হচ্ছে। সেখানে অঙ্গ প্রতিস্থাপনের তালিকায় থাকা রোগীদের সংখ্যা লক্ষাধিক।

এর আগে ২০২১ সালের অক্টোবরে নিউইয়র্কের কয়েকজন সার্জন জানান, তাঁরা প্রথমবারের মতো এক ব্যক্তির শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপনে সক্ষম হয়েছেন। তবে ওই রোগী ‘ক্লিনিক্যালি মৃত’, তাঁর ফিরে আসার সম্ভাবনা নেই। -প্রথম আলো





সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

 

সংবাদটি শেয়ার করুন