সাহিত্য ও কবিতা

শীতের ছড়া ||| -বিচিত্র কুমার

শীতের ছড়া ||| -বিচিত্র কুমার
০১)
শীতকাব্য
শীতের সকাল যায় না দেখা ঐ ছোট্ট গ্রামটা,
শিশির ঝরে ঠান্ডা লাগে বের হয়ে যায় যেন দমটা।
কেউবা জ্বালায় খড়কুটা কেউবা শীতে কাঁপে
সূর্য মামা দেয় না দেখা সবাই তাকে শাপে।
পাখিগুলোও আগের মতো আর জাগে না ভোরে
রসের হাঁড়ি হাতে নিয়ে কেউবা ফিরে ঘরে।
কৃষক মুখে শোনা যায় দুঃখ সুখের গান
ঘরে ঘরে পিঠাপুলি শীতেই মাতে প্রাণ।

(০২)
সরিষা ফুল
হলুদ বর্ণের ঘোমটা পড়া কী অপরূপ মেয়ে
মিঠারৌদ্রের উষ্ণ ছোয়ায় থাকে আমার দিকে চেয়ে,
ইচ্ছে করে মনের কথা খুলে তাকে কই
মৌমাছিরা গুনগুনিয়ে বলে ও  আমার সই।
কি যে জ্বালা গেল বেলা একটু দূরে রই-
খিলখিলিয়ে হাসে পাখি তোমারটা কই?
লজ্জায় মুখ লাল টুকটুক বুকের মধ্যে ভীষণ অসুখ
সুদূরেতে লুকিয়ে রাখি মুখ।
সংবাদটি শেয়ার করুন