প্রবাসের সংবাদ ফিচার্ড

মালয়েশিয়ায় আটক ১০২ বাংলাদেশিসহ ৩০৯ অভিবাসী

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় আটক ১০২ বাংলাদেশিসহ ৩০৯ অভিবাসী

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে আজ সোমবার ভোরে ৩০৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১০২ জন বাংলাদেশি। এ নিয়ে এই মাসে দুই দফায় দেশটিতে ১৬৪ জন বাংলাদেশিকে আটক করা হলো। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার বরাত দিয়ে সে দেশের ইংরেজি দৈনিক দ্য স্টার পত্রিকা আজ এ খবর জানিয়েছে।

ভোরে মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের কর্মকর্তারা সেলাঙ্গার প্রদেশের ডেঙ্গকিল শহরের একটি নির্মাণাধীন অবকাঠামোর কাছে অভিবাসী অধ্যুষিত আবাসিক এলাকায় অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ওই অভিযানের সময় ৭১৫ জনকে জেরা করা হয়। এর মধ্যে মালয়েশিয়ায় বৈধভাবে অবস্থানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩০৯ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১০২ জন বাংলাদেশি, ১৯৩ জন ইন্দোনেশিয়ার, মিয়ানমারের ৮ জন, ভিয়েতনামের ৪ জনকে আটক করা হয়েছে। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কুয়ালালামপুরে বাংলাদেশ মিশন বাংলাদেশিদের আটকের বিষয়টি ঢাকায় জানিয়েছে। আর এই আটকের বিষয়টি অবৈধ অভিবাসীবিরোধী নিয়মিত অভিযানের অংশ।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন