সাহিত্য ও কবিতা

রাধা-কৃষ্ণ  |||| পুলক বড়ুয়া


রাধা-কৃষ্ণ 

-পুলক বড়ুয়া


মরণচূড়ার মুসিবতে
কষ্টনদীর পারে
দুঃখ আমায় নিয়ে গেল
গভীর ব্যাথার ভারে ।

ঘাটে নেই কো খেয়া বাঁধা
পারে কৃষ্ণ-রাধা
তনুমনের মিলন হবে
থাক না হাজার বাধা !

লাইলি ছিল মজনু ছিল
ছিল শিরি ফরহাদ
ছিল রাধা ছিল কৃষ্ণ
বাধাগুলো বরবাদ !

স্বর থেকে বর্ণ নিয়ে
ঢালো ব্যঞ্জন বর্ণে
বঙ্গ ভাষা সঙ্গ দেবে
মর্ম থেকে কর্ণে ।

দুইয়ে দুইয়ে দোঁহে মিশে
গড়ব সেতু মিলে
ভাষার মতো উঠব জেগে
দেহের আগে দিলে ‌।




এসএস/সিএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন