সৌদিতে করোনায় ১০ বাংলাদেশির মৃত্যু হবার খবর পাওয়া গেছে আরো বেশ কয়েকজন আক্রান্ত রয়েছেন। সৌদি আরবে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে ৫২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ প্রবাসী বাংলাদেশিও রয়েছেন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৪ হাজার ৩৩ জন। আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৩৫জন নিয়ে মোট ৭২০ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ১৫ মার্চ থেকে শপিংমল, সরকারি-আধা সরকারি ও বেসরকারি অফিস-আাদালত বন্ধ রয়েছে। সৌদি আরবের বেশিরভাগ শহরে অনির্দিষ্টকালের জন্য ২৪ ঘন্টা কারফিউ বলবৎ থাকায় দেশজুড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সৌদিতে করোনায় ১০ বাংলাদেশির মৃত্যু হওয়াতে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সিবিএনএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন