সৌমিত্র চট্টোপাধ্যায় |||| বিশ্বজিৎ মানিক
সৌমিত্র চট্টোপাধ্যায় |||| বিশ্বজিৎ মানিক
কিংবদন্তি অভিনেতা – সৌমিত্র চট্টোপাধ্যায়
ছয় দশক বিচরণ যাঁর – সাংস্কৃতিক আঙ্গিনায়
শিল্পকলায় অগ্রগামী – ছিলে মহারথী
পঁচাশি বছর অতিক্রান্তে – জীবনের ইতি।
কোভিড ঊনিশ যবে থেকে – দিয়েছিল দেখা
সেই থেকে হয় তাঁর – হাসপাতালে থাকা
চিকিৎসায় তিনি তাতে – সেরে উঠে যান
ক্যানসার মরণব্যাধি – কেড়ে নিলো প্রাণ।
পরিশ্রমী ছিলেন তিনি – সজ্জন মেধাবী
সাংস্কৃতিক অঙ্গনে ছিল – শ্রেষ্ঠত্বের দাবি
অভিনয় জগতে ছিলেন – সাগর অতলান্ত
ব্যাক্তিগত জীবনে তিনি – বিনয়ী ও শান্ত।
সত্যজিতের সাথে ছিল – পুত্রসম ছল
ঝড়িয়ে গেলেন কতো কতো – আঁখি ভরা জল
মরণের কারণে হলো – অপূরনীয় ক্ষতি
সৌমিত্র শুধুই এখন – দুই বাংলার স্মৃতি।
করোনি কখনো তুমি – কোন কাজে হেলা
যাবেনা তো কোনদিন – স্মৃতিগুলো ভোলা
বিয়োগে তাঁর শোকাহত – বিনোদন অঙ্গন
মরণে বুঝিয়ে দিলে – ছিলে কতো আপন।
জীবনে কতো ছবি – দেখেছি তোমার
নাটকও দেখেছি আমি – তাও বেশুমার
কবিতা আবৃত্তি কণ্ঠের – জোড় মেলা ভারী
চলে গেলে পরপারে – তুমি সব ছাড়ি।
ইতিহাস হয়ে আছে – জীবনে আমার
দেখা হয় প্রথম ছবি – ‘ অপুর সংসার ‘
স্বাধীনতার পরে যাহা – এ দেশেতে আসে
কুসুমবাগ হলে ছবি – দেখি বসে বসে।
ফেলুদা আর আসবেনা – কোনদিন ফিরে
কৌতুহল ছিল কতো – তোমাকে যে ঘিরে
অভিনয়ের ফাঁকে সখ – ছিল ছবি আঁকা
মনে হতো দেখে যেন – তুমি মোর কাকা।
চলে গেছ তুমি আজ – ছেড়ে কতো দূরে
তোমার গুণাগুণ – থাকে যেন শিরে
পরপারে শান্তিতে – থাকো সদা তুমি
গুণীজন তোমাকে – বারংবার নমি।
১৮/১১/২০২০ খ্রিস্টাব্দ।