ফিচার্ড সাহিত্য ও কবিতা

জন্মদিনের গুচ্ছ কবিতা  ||| বিপ্লব ঘোষ

জন্মদিনের গুচ্ছ কবিতা  ||| বিপ্লব ঘোষ


 
আজ আমার জন্মের দিন 
সম্মুখে যে পথটুকু আছে 
খুব-ই সাবধানে এগোই 
তবু এ-জন্মদিন চাইনি ।
 
যে জন্মদিনে ওরাই নেই 
অকালে পুত্র কন্যা গেল 
যাদের আমি জন্ম দিয়েছি 
তাই এ- জন্মদিন চাইনি ।
 
আজ অভাবহীন সংসারে 
রাজার মুখোশ পরে আছি 
ভিতরে জল শুকিয়ে গেছে 
বলি, এ-জন্মদিন চাইনি ।
——
 
আর হয়তো দশ বছর  
তার বেশি থাকা ঠিক নয় 
যদিও এসব হাতে নেই ।
 
যা গেছে তাতো অনেক গেল  
আমার নেই কোনো সুদূর 
যার পিছনে ছুটে যাওয়া  ! 
 
এখন যারা আছে সামনে 
স্পর্শ করি ,এমনকি বাড়ি
দেয়ালে হাত দিয়ে দাঁড়াই ।
 
ওরে ,আর নেই বুঝি দেরি ।
——–
 
আমি এখন কিছু জানতে চাইছি না 
তেমন করে কিছু শুনতেও চাই না 
চোখের সামনে যা ঘটছে সারাদিন 
উদাস হয়ে আকাশ দেখি 
বিকেল হলে হাঁটতে যাই 
আমি এখন ভবিষ্যতহীন মানুষ 
বেঁচে থাকাটাই বর্তমান 
জোর করে যে মাথায় গুলি চালাব না 
কিম্বা বাজার থেকে বিষও আনব না ….
এই মনহীন মন নিয়ে 
শরীর কবে যে মুক্তি দেবে !
এসব কাজেরই কথা এখন ভাবি ।
  
সংবাদটি শেয়ার করুন